Breaking News
  • নগরকান্দায় কৃষকরাই তৈরী করছে উন্নতমানের কেঁচো কম্পোষ্ট সার
  • আত্রাইয়ে জঙ্গীবাদ প্রতিরোধ কল্পে করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা
  • শরীয়তপুরে জেলা শিক্ষক সমিতির সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন
  • বন্যায় শরীয়তপুরের ৫০ গ্রাম প্লাবিত, ৪২ টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ
  • বাসাইলে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস, জরিমানা আদায়

এই সময়ে তুরস্কে থাকতে পারতেন মেসি!

নিউজবাংলা: ১৬ জুলাই, শনিবার:

ঢাকা : অথচ এই সময়টায় তুরস্কে থাকতে পারতেন লিওনেল মেসি। থাকতে পারতেন আন্দ্রে ইনিয়েস্তাও। তাহলে কি অবস্থা হতো? সেটা ভাবনার বাইরে। তুরস্ক এখন যুদ্ধ দেশের মতো। সেনা অভ্যুত্থানে পড়েছে অনেক সাধারণ ও নিরীহ মানুষের লাশ। দেশটার অবস্থা এখনো থমথমে। গোলাগুলি চলছে। স্পষ্ট খবর মিলছে না। এখনো নাকি পুরোপুরি পিছিয়ে যায়নি বিদ্রোহী সেনারা। এই অবস্থায় বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় মেসি ওই দেশে আটকে পড়লে কি অবস্থাটাই না হতো!

ভাগ্যিস, তেমন কিছু হয়নি। ভাবছেন আর্জেন্টিনার সুপারস্টার মেসির তুরস্কে থাকার কথা ছিল কেন? আসলে ওখানে আনতালিয়া শহরে আজ শনিবারই একটি চ্যারিটি ম্যাচে খেলার কথা ছিল মেসি-ইনিয়েস্তাদের। তাদের ক্লাব বার্সেলোনা এই তথ্য জানিয়েছে টুইটারে। তারা জানাচ্ছে বার্সেলোনার সাবেক তারকা স্যামুয়েল ইতোর আয়োজনে একটি ম্যাচ হওয়ার কথা ছিল। সেখানে বার্সার আরো তারকাদের সাথে মেসি-ইনিয়েস্তারও খেলার কথা ছিল। তারা যাননি। ইবিজায় ছুটি কাটানো মেসি স্পেনেই নিরাপদে আছেন। একই কথা ইনিয়েস্তার ক্ষেত্রেও।

তবে বার্সেলোনার উদ্বেগের কারণ পুরোপুরি যায়নি। কারণ, ইতোর দাতব্য সংস্থার দশম বছর পূর্তী উপলক্ষ্যে পরিকল্পিত ম্যাচের জন্য সেখানে বার্সার প্রতিনিধিত্ব করতে কয়েকজন গেছেন। তারকা আরদা তুরান, সাবেক খেলোয়াড় ডেকো, এরিক আবিদাল, সাবেক পরিচালক আলেজান্দ্রো ইশেভেইরা তুরস্কেই আছেন। বার্সেলোনা ক্লাব জানিয়েছে, সমস্যা কবলিত এলাকা থেকে অনেক দূরেই আছেন তাদের প্রতিনিধিরা। আছেন নিরাপদে। তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছে ক্লাব।

 

নিউজবাংলা/ একে         

 

Share This:

Comments

comments

Previous: এরশাদের বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন বাবলু
Next: অভ্যুত্থানকারী তুর্কি সেনাদের আত্মসমর্পণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*