নিউজবাংলা: ২৭ এপ্রিল, বুধবার:
ঢাকা: সরকার প্রতিটি উপজেলা সদরে নারী নির্যাতন প্রতিরোধ সেল স্থাপনের উদ্যোগ গ্রহন করেছে এ লক্ষ্যে সংসদ বৈঠকে একটি সুপারিশ করা হয়েছে।
বুধবার জাতীয় সংসদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৩তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটি নারীর অগ্রগতি ও ক্ষমতায়নে প্রধানমন্ত্রীর দেশ-বিদেশে যে সকল অর্জন তা প্রকাশ ও প্রচার অব্যাহত রাখার সুপারিশ করে।
বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নারীদের অবস্থা উন্নয়নের সুপারিশ করা হয়। বৈঠকে ডে-কেয়ার পরিচালনার নীতিমালা প্রণয়নের জন্যও সুপারিশ করা হয়।
বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, জাতীয় মহিলা সংস্থার মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজবাংলা/ একে
Comments
comments