Breaking News
  • টাঙ্গাইলে অপহরণ ও ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড
  • পলাশবাড়ীতে বাল্য বিয়ে,যৌতুক ও মাদককে না বলুন শীর্ষক আলোচনা
  • বীরাঙ্গনা ফুলমতির বাড়িতে জেলা প্রশাসক গিয়ে খোঁজখবর নিলেন
  • ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন: রশিদুল ইসলাম সভাপতি ও দীপক চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত
  • ঝিনাইদহে হাতুড়ে ডাক্তারের ক্যাপসুল খেয়ে মৃত্যুর পথে অসহায় সুরুজ !

এবার মুস্তাফিজের প্রশংসা করে যা বললেন ধোনি

নিউজবাংলা: ২৭ এপ্রিল,  বুধবার:

ঢাকা: অভিষেকের দিন থেকেই ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে এক ধরনের তিক্ত সম্পর্ক তৈরী হয়েছে বিস্ময় পেসার মুস্তাফিজুর রহমানের। বাংলাদেশে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ধোনির ধাক্কায় কিছুক্ষনের জন্য মাঠের বাইরে চলে যেতে হয় মুস্তাফিজকে। এরপর তিনি যখন মাঠে ফেরেন, তখন এ ধাক্কায় পুরো ভারতকেই ম্যাচ থেকে ছিটকে দেন।

এরপর থেকেই ধোনি-মুস্তাফিজ দ্বৈরথ দেখার অপেক্ষায় থাকে ক্রিকেট বিশ্ব। গতকাল আইপিএলেও মুখোমুখি হয়েছেন ধোনি-মুস্তাফিজ। হায়দারাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সানরাইজার্সের মুখোমুখি হয়ে টস জিতেন পুনে সুপার জায়ান্টসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

এ সময় ধারাভাষ্যকার রমিজ রাজার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুনের অধিনায়ক ধোনি। এ সময় রমিজ রাজা ধোনিকে প্রশ্ন করেন, ফিজ-এর (মুস্তাফিজ) বোলিং কেমন প্রভাব ফেলতে পারে পুনের ওপর? জবাবে ধোনি বলেন, ‘মুস্তাফিজের বোলিংয়ে দারুন একটি অস্ত্র রয়েছে। স্লোয়ার। যেটা হাতের কোন গতি পরিবর্তন না করেই সে করতে পারে। যে কারণে ব্যাটসম্যানরা বুঝতেই পারে না। একই সঙ্গে আলাদা বাউন্সও পেয়ে থাকে সে। এ কারণে, আগে থেকে বোঝা যায় না, তার বোলিংয়ের সামনে কীভাবে ব্যাট করতে হবে। প্রতিটি বল নিয়েই আলাদা আলাদা বিচার-বিশ্লেষণ করতে হয় এরপর ব্যাটিং করতে হয়।’

নিউজবাংলা/ একে         

 

Share This:

Comments

comments

Previous: গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান
Next: পুরুষের ৬টি মেয়েলি অভ্যাস, যা ধরিয়ে দিলেই রেগে যায়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*