নিউজবাংলা- ১৫ নভেম্বর,রবিবার:
ঢাকা: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি ও মাদরাসার স্বীকৃতিপ্রাপ্ত সকল
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে গণস্বাক্ষরতা কর্মসূচি পালন করছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন।
রবিবার জাতীয় প্রেসক্লেবের সামনে অবস্থানের ২০তম দিনে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচির পাশাপাশি গণস্বাক্ষরতা গ্রহণ করছেন শিক্ষকরা।
এর আগে ২৬-২৭ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে ও ২৮-২৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এরপর ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ছয় দিন অনশন পালন করেন।
১৭ তম দিনে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ এবং ১৮তম দিনে শূন্য থালা হাতে নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে শিক্ষকরা। কিন্তু তারপরও এমপিওভুক্তির দাবি আদায় না হওয়ায় শিক্ষক নেতৃবৃন্দ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
১৪ নভেম্বর আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা সন্ধ্যায় একযোগে অর্ধপ্রজ্বলিত মোমবাতি নিভিয়ে প্রতীকী প্রতিবাদ পালন করে ।
নিউজবাংলা/একে
Comments
comments