নিউজবাংলা: ১৬ জুলাই, শনিবার:
ঢাকা : জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে নিজের বিশেষ সহকারী পদে নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এর আগে ‘বেইমানির’ অভিযোগ তুলে তাকে দলের মহাসচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
শুক্রবার এরশাদের প্রেস সচিব সুনীল শুভরায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিয়াউদ্দিন বাবলু একই সঙ্গে প্রেসিডিয়াম সদস্য এবং জাপা চেয়ারম্যানের বিশেষ সহকারীর দায়িত্ব পালন করবেন। এ ছাড়া জাপার সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়াকে চেয়ারম্যানের যুববিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এরশাদ দলের গঠনতন্ত্রের ২০/১ ধারার ‘ক’ উপধারায় প্রাপ্য ক্ষমতাবলে এসব নিয়োগ দিয়েছেন।
প্রসঙ্গত, গত ১৭ জানুয়ারি জাপা চেয়ারম্যান এরশাদ তার ছোট ভাই জিএম কাদেরকে জাপার কো-চেয়ারম্যান পদে নিয়োগ দেন। তবে এরশাদের এ সিদ্ধান্তের বিরোধিতা করেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও তার অনুসারীরা। এ ঘটনার পরদিন তার বাসভবনে ‘এরশাদ বিরোধীদের’ সভা শেষে জিয়াউদ্দিন আহমেদ বাবলু ঘোষণা দেন, চেয়ারম্যান পদ থেকে এরশাদকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন রওশন এরশাদ। এ ঘোষণার পর দিনই মহাসচিবের পদ হারান তিনি।
নিউজবাংলা/ একে
Comments
comments