নিউজবাংলা: ১৬ মে, সোমবার:
ঢাকা : নতুন প্রেমিকার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও। তার প্রেমিকার নাম এলা। সে পোল্যান্ডের নামী মডেল।
সম্প্রতি এই দু’জনকে একসঙ্গে সাইকেল চালাতে দেখা গেছে। তারপর লাঞ্চেও গেলেন। লিও পরেছিলেন জিনস আর টি-শার্ট। সঙ্গে একটা বেসবল ক্যাপ। এলার পরনে ক্যাজুয়ালস। সাদা টি-শার্টের উপর জড়িয়েছিলেন লেদার জ্যাকেট। তার সঙ্গে ডেনিম। দু’জনে রেস্তোরাঁর বাইরেই একটা টেবিলে বসেছিলেন।
কিছু কি বোঝাতে চাইছিলেন লিও? সেটা সময়ই বলবে!
নিউজবাংলা/ একে
Comments
comments