নিউজবাংলা: ১৬ মে, সোমবার:
ফরাজী মো.ইমরান, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের মিঠাগঞ্জ গ্রামের বাংলা বাজারের ব্রিজটির এখন বেহাল দশা। প্রতিদিন এ ব্রিজটি দিয়ে এলাকার লোকজন জীবনের চরম ঝুকি নিয়ে পারাপার করছে। দীর্ঘদিন যাবত কোন প্রকার মেরামত না করায় যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
জানা গেছে, আনুমানিক ১৫০ ফুট লম্বা এ ব্রিজটি প্রায় ১৫ বছর আগে এলজিইডি’র অর্থায়নে সাপুরিয়া নদীর উপর নির্মিত হয়। ব্যস্ততম সড়করে ঝুকিপূর্ন ব্রিজটি মাঝখান থেকে হেলে পড়েছে। ব্রিজের কংক্রিটের পাট গুলো খুলে পড়ে যাচ্ছে। লোহার পাতগুলো উত্তর দিকে ঝুকে বাকা হয়ে ভেঙে যাচ্ছে। এতে করে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রায় শতশত শিক্ষার্থী এবং এলাকার মানুষ চলাচলের একমাত্র মাধ্যম এ ব্রিজটি। জীবনের ঝুকি নিয়ে মটর সাইকেল পার করলেও পারছে না নসিমন,রিক্সা কিংবা ভ্যান পার করতে। অসুস্থ রোগী কিংবা ভারী কোন মালামাল নিয়ে আসতে হয় ইঞ্জিন চালিত নৌকা বা ট্রলারে। এতে করে মানুষের ভোগান্তি, সময় ও অতিরিক্ত অর্থ গুনতে হয়। এলাকা বাসীর দাবী অতি তাড়াতাড়ি এ ব্রিজটি নতুন ভাবে নির্মানের।
৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি হানিখ খাঁ জানান, চেয়্যারমান বার বার ব্রীজটি করার আশা দিলেও বাস্তবায়ন করছেন না। তবে এ ব্রিজটি অতি তাড়াতাড়ি নতুনভাবে নির্মান করা হউক।
সাবেক ইউপি সদস্য রূস্তম আলী মীর জানান, ব্রীজটি উত্তরে হেলে পড়েছে। যে কোন সময় ব্রীজটি ভেঙে যেতে পারে । ব্রিজটি ভেঙে পড়লে স্কুল কলেজের শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়বে।
মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরন বলেন, প্রকল্প দেয়া আছে বাজেট পাশ হলেই বাংলা বাজারের উন্নয়ন কাজের সাথে এ ব্রিজটি করা হবে।
নিউজবাংলা/ একে
Comments
comments