Breaking News
  • নগরকান্দায় কৃষকরাই তৈরী করছে উন্নতমানের কেঁচো কম্পোষ্ট সার
  • আত্রাইয়ে জঙ্গীবাদ প্রতিরোধ কল্পে করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা
  • শরীয়তপুরে জেলা শিক্ষক সমিতির সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন
  • বন্যায় শরীয়তপুরের ৫০ গ্রাম প্লাবিত, ৪২ টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ
  • বাসাইলে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস, জরিমানা আদায়

কাল এমপিও শিক্ষকদের জুনের বেতনের চেক ছাড় হতে পারে

নিউজবাংলা: ১২ জুলাই, মঙ্গলবার:

ঢাকা : এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিদের জুন মাসের বেতন-ভাতা চেক কাল বুধবার ছাড় হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম সিদ্দিকি।

মঙ্গলবার (১২ জুলাই) সকাল ১১টার দিকে শিক্ষামন্ত্রী অধিদপ্তরের দুজন কর্মকর্তাকে ডেকে বলেছেন আজকের মধ্যে চেক ছাড়ের ব্যবস্থা করতে হবে। শফিক সিদ্দিকি বলেন, গতকাল সোমবার জানানো হয়েছিল আরো দেরি হতে পারে। পরে বিষয়টি মন্ত্রীকে জানানো হলে তিনি তাড়াতাড়ি ব্যবস্থা নিতে বলেন।

‘আশাকরি কাল বুধবার চেক ব্যাংকে চলে যেতে পারে, না হলে বৃহস্পতিবার অবশ্যই যাবে,’ যোগ করেন সিদ্দিকি।

তিনি বলেন, ঈদের আগে শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের চেক ছাড় করা হলেও জুন মাসের বেতনের চেক ছাড় করা সম্ভব হয়নি।

এদিকে, ১২ তরিখেও বেতন ছাড় না হওয়ার খবরে কয়েকজন শিক্ষক নেতা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা সবাই সরকারি কলেজ ও স্কুলের শিক্ষক। বেসরকারি শিক্ষকদের জন্য তাদের দরদ ও কমিটমেন্ট নেই।  নিজেদের বেতন প্রতি মাসের ১ তারিখেই পেয়ে যান।

 

 

নিউজবাংলা/ একে         

 

Share This:

Comments

comments

Previous: মায়ের মৃত্যু ! ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত বাবর
Next: বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী মহাবিদ্যালয় সরকারীকরণের দাবীতে সংবাদ সম্মেলন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*