Breaking News
  • নগরকান্দায় কৃষকরাই তৈরী করছে উন্নতমানের কেঁচো কম্পোষ্ট সার
  • আত্রাইয়ে জঙ্গীবাদ প্রতিরোধ কল্পে করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা
  • শরীয়তপুরে জেলা শিক্ষক সমিতির সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন
  • বন্যায় শরীয়তপুরের ৫০ গ্রাম প্লাবিত, ৪২ টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ
  • বাসাইলে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস, জরিমানা আদায়

খালেদার সঙ্গে তোফায়েলের ভিন্নমত

নিউজবাংলা:১০জুলাই, রবিবার:

ঢাকা : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতেই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলা চালানো হয়। দেশের মর্যাদাকে ক্ষুণ্ন করতেই এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে।

আজ  রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন ।   এ সময় সভাকক্ষে অতিরিক্ত সচিব মনোজ কুমার রায়সহ মন্ত্রণালয়ের সব কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

যতদিন সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন না হবে, ততদিন এ ধরনের ঘটনা ঘটবে- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এ ধরনের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বাণিজ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার বক্তব্য অগ্রহণযোগ্য। এটি জঙ্গিদের জন্য উসকানিমূলক।

মন্ত্রী বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ নাম করা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও উচ্চবিত্ত পরিবারের সন্তানরা এ ধরনের কাজে যুক্ত হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। এ বিষয়ে প্রত্যেক পরিবারের বাবা-মা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ছাত্র ভর্তি ও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যত্নশীল ও সতর্ক হতে হবে।

তোফায়েল আহমেদ বলেন, মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন। তারপরেও বাংলাদেশের স্বাধীনতাকে কেউ আটকে রাখতে পারেনি। ঠিক তেমনি এ ধরনের জঙ্গি কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেই বাংলাদেশের অগ্রযাত্রাকে আটকে রাখা যাবে না। জঙ্গিদের এই সমস্যা সাময়িক।

নিউজবাংলা/ একে         

 

Share This:

Comments

comments

Previous: বাবা-মার খুন করল ৩ মাসের শিশুকে
Next: অবৈধ ছিল ইরাক হামলা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*