নিউজবাংলা: বৃহস্পতিবার, ২৫ আগষ্ট, ২০১৬ ইং:
আবু হানিফ মোঃ বায়েজীদ গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর বহুমূখি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ওয়ালিয়ুর রহমান বোরহানকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী।
হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবীতে শিক্ষক-কর্মচারীর আয়োজনে ঢোলভাঙ্গা-গাছুরবাজার পাকা সড়কের দুই ধারে আজ দুপুরে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন খোর্দ্দকোমরপুর বহুমূখি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিল্লুর রহমান, শামিমা বেগম, পরিচালনা কমিটির আহবায়ক ফিরোজ কবীর, সাবেক সভাপতি মোশারফ হোসেন নওশা, আহত প্রধান শিক্ষকের স্ত্রী শাহনাজ আক্তার বানু, শিক্ষার্থী ইতি খাতুন ও শাহি মিয়া প্রমুখ। এসময় বক্তরা শিক্ষকের উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। পরে ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। এর আগে গত মঙ্গলবার বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের জের ধরে ধরে সাত লাখ টাকার চাঁদার দাবী করে আবদুল জোব্বারের নেতৃত্বে তার ভাই আবদুল জলিল ও লাভলু মিয়াসহ ৫-৬ জন । চাঁদা না দেয়ায় সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপটি মঙ্গলবার বিদ্যালয়ে প্রবেশ করে প্রধান শিক্ষকের উপর হামলা চালিয়ে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা চালায়। বর্তমানে তিনি গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ৩ জন নামে ও আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামী করে ফিরোজ কবীর বাদি হয়ে সাদুল্যাপুর থানায় মামলা করেছেন। এরমধ্যে ঘটনার মূল হোতা আটক আবদুল জোব্বারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
নিউজবাংলা/একে
Comments
comments