নিউজবাংলা: ১৬ মে, সোমবার:
আবু হানিফ মোঃ বায়েজীদ গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মৎস্য আকৃতির শিশুর জন্ম হয়েছে।
রবিবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির জন্ম হয়। শিশুটির উপজেলার পশ্চিম পান্থাপাড়া গ্রামের সোহেল এর সন্তান। জন্মের অল্প কিছুক্ষণ পরেই শিশুটির মৃত্যু হয়।
শিশুটির পিতা সোহেল জানায়, রবিবার দুপুর আড়াইটার দিকে শিশুটির জন্ম হয়। দুই হাত পা ঠিক থাকলেও কোমর থেকে পা পর্যন্ত শিশুর আকৃতি মৎস্যের ন্যায়। শিশুটির পিতা আরো জানায়, শিশুটির কোন মল মূত্রের স্থান ছিল না। জন্মের এক ঘন্টা পরেই শিশুর মৃত্যু হয়। মৎস্যের ন্যায় শিশুর জন্ম নেয়ার ঘটনা গোবিন্দগঞ্জে টক অফ টাউনে পরিনত হয়েছে।
নিউজবাংলা/ একে
Comments
comments