নিউজবাংলা-১৩ নভেম্বর,শুক্রবার
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটে জোর পুর্বক এক ব্যাক্তির জমি দখল ও কলা বাগান কেটে সাবাড় করে দিয়েছে প্রতিপক্ষরা।
এতে বাগান মালিকের প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে বাগান মালিক দাবী করেছেন। এ ব্যাপারে বাগান মালিক বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে চারঘাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার ঝিকরা এলাকার লালচান আলীর ছেলে নুরুজ্জামান ও নুরুজ্জামানের মেয়ে নিপা খাতুন ২০১১ সালে ১ লক্ষ টাকায় একই এলাকার জুব্বার আলীর ছেলে মাহাবুব আলম পিন্টুর নিকট থেকে ১৫০ টাকা মুল্যের নন জুডিশিয়াল ষ্ট্যাম্পের মাধ্যমে চুক্তিনামা করে ৫৯ শতক জমি কট বন্ধক নেন। উক্ত চুক্তিনামায় শর্ত থাকে চুক্তিনামার তারিখ হইতে পিন্টুর হক দখলীয় ৫৯ শতক সম্পত্তি নুরুজ্জামান ও নিপা ভোগ দখল করিবে। ৩ বছর শেষে পিন্টু গ্রহন করা ১ লক্ষ টাকা নুরুজ্জামান ও নিপাকে পরিশোধ করলে উক্ত জমির দাবিদার থেকে নুরুজ্জামান ও নিপা সরে দাড়াবে। কিন্তু সুচতুর পিন্টু নুরুজ্জামান ও নিপার উক্ত ১ লক্ষ টাকা পরিশোধ না করে গতকাল শুক্রবার সকালে পিন্টু তার দলবল নিয়ে জোর পুর্বক নুরুজ্জামানের ভোগদখলীয় সম্পত্তিতে থাকা ১০০ টি কলাগাছ ও ২০ টি পেপে গাছ কেটে সাবাড় করে দেয়। এ সময় নুরুজ্জামানের পরিবারের লোকজন বাধা দিতে গেলে প্রতিপক্ষ পিন্টুর লোকজন প্রান নাশের হুমকি প্রদান করে চলে যায়।
এ ব্যাপারে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ নিবারন চন্দ্র বর্মন বলেন, এমন ঘটনার প্রেক্ষিতে বাদীর লিখিত অভিযোগ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
নিউজবাংলা/একে
Comments
comments