নিউজবাংলা- ১৫ নভেম্বর,রবিবার:
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটে সাড়াশি অভিযান চালিয়ে একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত ৪ জনকে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার চামটা এলাকার মহর আলীর ছেলে ইমান আলী, মোক্তারপুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মোক্তার আলী, একই এলাকার খোদাবক্স আলীর ছেলে জহিদুল ইসলাম ও গৌরশহরপুর এলাকার মুনছুর রহমানের ছেলে মিন্টু। শুক্রবার দিনগত রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিণœ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি নিবারন চন্দ্র বর্মন।
জানাগেছে, চারঘাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) উৎপল ও সহকারী উপপরিদর্শক আব্দুর রহিমের যৌথ নেতৃত্বে উপজেলার বিভিণœ এলাকায় চলে ওয়ারেন্ট ভুক্ত আসামীদের গ্রেফতারের অভিযান। এ সময় একাধিক মাদক মামলার মামলার পলাতক আসামী ইমানকে চামটা গ্রামের তার নিজ বাড়ীর বাথরুম থেকে আটক করে। পরে শনিবার বিকেলের দিকে উপজেলার মোক্তারপুর ও গৌরশহরপুর এলাকায় অভিযান চালিয়ে মোক্তার, জাহিদুল ও মিন্টুকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ নিবারন চন্দ্র বর্মন বলেন, ধারাবহিক ভাবে উপজেলার বিভিন্ন এলাকায় চলছে মাদক ও ওয়ারেন্ট ভুক্ত আসামীদের গ্রেফতারে সাড়াশি অভিযান। তারই ধারাবাহিকতায় গতকাল ৪ জনকে আটক করা হয়েছে। তবে আটককৃতদের মধ্যে ইমান আলী একজন অস্ত্র ও মাদক ব্যবসায়ী গডফাদার হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চারঘাট থানা ছাড়াও দেশের বিভিন্ন থানার একাধিক মাদক মামলা রয়েছে।
নিউজবাংলা/একে
Comments
comments