নিউজবাংলা: ১৩ নভেম্বর, শুক্রবার:
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর চারঘাট উপজেলায় রোপা-আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ আগাম শুরু হয়েছে।
জিং সমৃদ্ধ ব্রি-৬২ ধানের ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে।চারঘাট উপজেলা কৃষি অফিস জানায় এ বছর খরা সহনশীল ও জিংক সমৃদ্ধ ব্রি-৬২ ধানের ফলন বেশ ভাল হয়েছে।বিঘা প্রতি ফলন হয়েছে ১৬ থেকে ১৮ মণ। চলতি আমন মৌসুমে উপজেলায় ৫২ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের কৃষক আবু তালেব জানান, তিনি এবার ১৫ কাঠা জমিতে ব্রি-৬২ জাতের ধান চাষ করেছেন। সেচ ও রাসায়নিক সারের প্রয়োজন কম হওয়ায় উৎপাদন খরচ মাত্র ২ হাজার টাকা। আর ১৫ কাঠা জমিতে ধানের উৎপাদন হয়েছে ১৪ মণ।চারঘাট উপজেলার কৃষক মকবুল বলেন, জমিতে চারা রোপণের পর ৯৫ দিনের মাথায় ধানের ফলন পেয়েছেন। প্রতি মণ ধান বিক্রি হয়েছে ৭৫০ টাকায়।চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, ১ হাজারটি পুষ্ট ধানের ওজন প্রায় ২৪ গ্রাম। ব্রি-৬২ জাতের প্রতি কেজি চালে ১৯ মিলিগ্রাম জিংক রয়েছে। চালে প্রোটিনের পরিমাণ ৯ শতাংশ। চালের আকার লম্বা, সরু ও রং সাদা এবং খেতে সুস্বাদু। ব্রি-৬২ জাতের চালের দেশের বিভিন্ন বাজার ছাড়াও বিদেশেও ব্যাপক চাহিদা রয়েছে ।
নিউজবাংলা/একে
Comments
comments