Breaking News
  • সাকা-মুজাহিদের আপিল বিভাগের ফাঁসির রায়ই বহাল,
  • নাটোরে আন্তঃবিভাগ ফুটবল টুনামেন্টের সেমিফাইনালে উঠল অর্থনীতি ও ইসলামে ইতিহাস বিভাগ
  • বিশ্বনাথে কলেজ ছাত্রের উপর হামলা ও বিষ পান করিয়ে হত্যার চেষ্টার ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ
  • বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী আ’লীগ নেতাকে সংবর্ধনা
  • রাজাপুরে তিন গাঁজা সেবিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

চারঘাট উপজেলায় ব্রি-৬২ ধানের ফলনে কৃষকের মুখে হাসি

নিউজবাংলা: ১৩ নভেম্বর, শুক্রবার:

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর চারঘাট উপজেলায় রোপা-আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ আগাম শুরু হয়েছে।

জিং সমৃদ্ধ ব্রি-৬২ ধানের ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে।চারঘাট উপজেলা কৃষি অফিস জানায় এ বছর খরা সহনশীল ও জিংক সমৃদ্ধ ব্রি-৬২ ধানের ফলন বেশ ভাল হয়েছে।বিঘা প্রতি ফলন হয়েছে ১৬ থেকে ১৮ মণ। চলতি আমন মৌসুমে উপজেলায় ৫২ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের কৃষক আবু তালেব জানান, তিনি এবার ১৫ কাঠা জমিতে ব্রি-৬২ জাতের ধান চাষ করেছেন। সেচ ও রাসায়নিক সারের প্রয়োজন কম হওয়ায় উৎপাদন খরচ মাত্র ২ হাজার টাকা। আর ১৫ কাঠা জমিতে ধানের উৎপাদন হয়েছে ১৪ মণ।চারঘাট উপজেলার কৃষক মকবুল বলেন, জমিতে চারা রোপণের পর ৯৫ দিনের মাথায় ধানের ফলন পেয়েছেন। প্রতি মণ ধান বিক্রি হয়েছে ৭৫০ টাকায়।চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, ১ হাজারটি পুষ্ট ধানের ওজন প্রায় ২৪ গ্রাম। ব্রি-৬২ জাতের প্রতি কেজি চালে ১৯ মিলিগ্রাম জিংক রয়েছে। চালে প্রোটিনের পরিমাণ ৯ শতাংশ। চালের আকার লম্বা, সরু ও রং সাদা এবং খেতে সুস্বাদু। ব্রি-৬২ জাতের চালের দেশের বিভিন্ন বাজার ছাড়াও বিদেশেও ব্যাপক চাহিদা রয়েছে ।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: নীলফামারী-ডিমলার ফেন্সিডিলসহ শ্বাশুড়ী-বউ গ্রেফতার
Next: মেসির প্রতিদ্বন্দ্বী এবার ঘোড়া!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*