নিউজবাংলা- ১৪ নভেম্বর,শনিবার:
নিউজবাংলা ডেস্ক: চট্টগ্রাম ও সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ৬২ নেতা-কর্মীসহ ৩১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতভর অভিযান পরিচালনা করে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাসান বলেন, অভিযানে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা থেকে জামায়াত-শিবিরের ৫০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে পরোয়ানাভূক্ত ১৮৭ এবং নিয়মিত মামলার ৪৫ আসামিসহ মোট ২৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলা থেকে ৩,৫৫১ পিস ইয়াবা ও ১৩৭ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। অন্যদিকে সাতক্ষীরা জেলার আট থানায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৩ কর্মীসহ ৩১ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার আসামি। এদের মধ্যে বিএনপির এক ও জামায়াত-শিবিরের ১২ কর্মী রয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, রাতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে সদর থানায় ১০, কলারোয়ায় চার, তালায় তিন, কালিগঞ্জে দুই, আশাশুনিতে চার, দেবহাটায় তিন, শামনগরে তিন ও পাটকেলঘাটায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
নিউজবাংলা/একে
Comments
comments