নিউজবাংলা:৮ জুলাই, শুক্রবার:
ঢাকা : বৃহস্পতিবার রাতটি দারুণ কেটেছে ফ্রান্সের। ঘরের মাঠে চলমান ইউরো চ্যাম্পিয়নশিপে ‘অদম্য’ জার্মানিকে দমিয়ে দিয়েছে তারা।
এদিন মার্শেইয়ে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে অ্যান্টোনিও গ্রিজম্যানের অসাধারণ নৈপুণ্যে জার্মানদের ২-০ গোলের ব্যবধানে কাঁদিয়ে টুর্নামেন্টের ফাইনালের টিকিট পকেটে পুরেছে ফ্রান্স।
১৯৫৮ সালের বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পর প্রতিযোগিতামূলক ফুটবলে জার্মানির বিপক্ষে এটাই ফ্রান্সের প্রথম জয়। আগামী রোববার ইউরোর শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ ওয়েলকে হারিয়ে ফাইনালে ওঠা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। ফ্রান্সের সেইন্ট ড্যানিসে ফাইনাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
সেমিফাইনালের মতো বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে আসল চেহারায় দেখা যায়নি! অনেকটা ছন্দহীন ফুটবল খেলেছেন জোয়াকিম লোর শিষ্যরা। তার খেসারত দিতে হয়ে শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে।
প্রায় ৫৮ বছর পর বড় কোনো টুর্নামেন্টে ফরাসিদের কাছে এটা তাদের প্রথম পরাজয়ের লজ্জা। যার সাক্ষী হয়ে থাকলেন ম্যানুয়েল ন্যুয়ার, টমাস মুলার ও বাস্তিয়ান শোয়েনস্টাইগারদের মতো বিশ্বকাপজয়ী জার্মান তারকারা।
এদিকে, মেসিফাইনালের প্রথমার্ধ গোলশূন্যভাবে কাটানোর উপক্রম হয়েছিল। তবে এ অর্ধের শেষ দিকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ফ্রান্স। একের পর এক আক্রমণ শানাতে থাকেন স্বাগতিক দলের খেলোয়াড়রা। তারা ফল হাতে পেয়েছেন বিরতির জন্য রেফারির বাঁশি বাজানোর ঠিক আগে। এ অর্ধের অতিরিক্ত সময়ে (৪৫+২) পেনাল্টি শটে লক্ষ্যভেদ করে ফ্রান্সকে লিড এনে দেন অ্যান্টোনিও গ্রিজম্যান (১-০)।
ম্যাচের ৭২ মিনিটে ফ্রান্সকে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে দেন ওই গ্রিজম্যানই। এ সময়ে জার্মানির রাইট ব্যাক জসুয়া কিমিচের ভুলে ডি-বক্সে বলের নিয়ন্ত্রণ নেন পল পগবা। জুভেন্টাসের এই মিডফিল্ডারের ক্রস ধরে জার্মানির জালে বল জড়ান গ্রিজম্যান।
নিউজবাংলা/ একে
Comments
comments