Breaking News
  • বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক’কে ডেফোডিল এসোসিয়েশনের সংবর্ধনা প্রদান
  • কলাপাড়ার বাংলা বাজারের ব্রিজটির বেহাল দশা: জীবনের ঝুকি নিয়ে চলছে পারাপার ॥
  • কলাপাড়ায় দুর্যোগে নারীর ক্ষমতায়ন এবং কমিউনিটির সক্ষমতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • বড়াইগ্রামে নির্বাচনী প্রচারণাকালে সংঘর্ষ আহত ১৪
  • দলীয় প্রতীকে ইউপি নির্বাচন: বাসাইলে ছড়িয়ে পড়ছে সামাজিক কোন্দল

ঝিনাইদহের শৈলকুপায় জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং ও আলোচনা সভা !

 নিউজবাংলা: ১৬ মে, সোমবার:

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ,

ঝিনাইদহের শৈলকুপায় জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং সম্পৃক্তকরণের লক্ষ্যে সোমবার সকালে শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রেস ব্রিফিং ও আলোচনা সভার আয়োজন করে ঝিনাইদহ জেলা তথ্য অফিস। প্রেস ব্রিফিং-এ সাংবাদিককের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা তথ্য কর্মকর্তা এ,এস,এম কবীর।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল হাই।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা, ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমী মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিথা, জেলা যুবলীগের য্গ্মু আহবায়ক শফিকুল ইসলাম শিমূল, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি দিনার বিশ্বাস, সাধারণ সম্পাদক শাওন শিকদার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল পারভেজ কর্ণেল, সাধারণ সম্পাদক রাজিব বাহাদুর, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম।

এছাড়াও প্রেস ব্রিফিং-এ শৈলকুপায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সহকারী তথ্য কর্মকর্তা এস,কে ইমাম মেহেদী শাহ্ আলম।

নিউজবাংলা/ একে         

 

Share This:

Comments

comments

Previous: বালিয়াডাঙ্গীতে ভুট্টার ফলন ভাল হলেও কৃষকের লোকসান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*