Breaking News
  • নাটোরে আন্তঃবিভাগ ফুটবল টুনামেন্টের সেমিফাইনালে উঠল অর্থনীতি ও ইসলামে ইতিহাস বিভাগ
  • বিশ্বনাথে কলেজ ছাত্রের উপর হামলা ও বিষ পান করিয়ে হত্যার চেষ্টার ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ
  • বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী আ’লীগ নেতাকে সংবর্ধনা
  • রাজাপুরে তিন গাঁজা সেবিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা
  • রাজাপুরে জেএসসি পরীক্ষার্থীর খাতা ছিঁড়ে ফেলল শিক্ষক !

ঠাকুরগাঁওয়ে মিলেনিয়াম টিভির ২য় বর্ষপূর্তি উদযাপন

নিউজবাংলা- ১৬ নভেম্বর,সোমবার:

নাহিদ রেজা ঠাকুরগাঁও ॥

কেক কাটার মধ্যে দিয়ে স্যাটেলাইন টেলিভিশন চ্যানেল মিলেনিয়াম টিভির ২য় বর্ষ পূর্তি উৎসব ঠাকুরগাঁওয়ে পালন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার রাত ৮টায় আমাদের বাজারে ভুতের গলি রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি আবু তোরাব মানিকের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, প্রবীণ সাংবাদিক শাহীন ফেরদৌস, দৈনিক করতোয়া পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মনসুর আলী, দৈনিক লোকায়ন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাকের উল¬াহ, দৈনিক আলোর কণ্ঠ পত্রিকার সম্পাদক ফজলে ইমাম বুলবুল, দৈনিক ঠাকুরগাঁওয়ের খবর পত্রিকার সম্পাদক বিধান চন্দ্র দাস, সাপ্তাহিক উত্তর কথা পত্রিকার সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু, দৈনিক জনকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি এসএম জসিম উদ্দীন, ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু, মিলেনিয়াম টিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি শাকিল আহমেদ প্রমুখ। এসময় জেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কেক কেটে মিলেনিয়াম টেলিভিশনের ২য় বর্ষ পূর্তি উৎসব পালন করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক সকালের খবর পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আল মাহমুদুল হাসান বাপ্পী।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: ঈশ্বরগঞ্জে ঈশ্বরগঞ্জে ১৪৪ ধারা
Next: রাণীনগরে নবান্ন উৎসব ও পিঠা মেলা অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*