Breaking News

ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

নিউজবাংলা: ১৩ নভেম্বর, শুক্রবার:

বগুড়া: ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন লালমনিরহাট এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে বগুড়ার বোনারপাড়া-সান্তাহার রেলপথের নশরতপুর স্টেশনের কাছে ট্রেনটির বগি লাইনচ্যুত হয়। এর ফলে এই রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বগি লাইনচ্যুত হলেও এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি।

জানা গেছে, লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে পৌঁছে যাত্রাবিরতি শেষে সকাল ৭টার দিকে ছেড়ে যায়। ট্রেনটি আদমদীঘি স্টেশন অতিক্রম করার পর নশরৎপুর স্টেশনের কাছে পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এ সময় চালক দ্রুত ট্রেনটি নিয়ন্ত্রণের মাধ্যমে থামিয়ে দেন। এতে করে ট্রেনটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়।

এ ব্যাপারে বগুড়া রেল স্টেশনের মাস্টার বেনজুরুল ইসলাম জানান, সকাল ৯টা পর্যন্ত লাইনচ্যুত হওয়া ট্রেনটির উদ্ধার কাজ শুরু হয়নি। শীঘ্রই ট্রেনটি উদ্ধার করা যাবে বলে জানান তিনি।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: মেসির প্রতিদ্বন্দ্বী এবার ঘোড়া!
Next: কুনিও হত্যা: চাপাই থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*