Breaking News
  • বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক’কে ডেফোডিল এসোসিয়েশনের সংবর্ধনা প্রদান
  • কলাপাড়ার বাংলা বাজারের ব্রিজটির বেহাল দশা: জীবনের ঝুকি নিয়ে চলছে পারাপার ॥
  • কলাপাড়ায় দুর্যোগে নারীর ক্ষমতায়ন এবং কমিউনিটির সক্ষমতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • বড়াইগ্রামে নির্বাচনী প্রচারণাকালে সংঘর্ষ আহত ১৪
  • দলীয় প্রতীকে ইউপি নির্বাচন: বাসাইলে ছড়িয়ে পড়ছে সামাজিক কোন্দল

তাসমিয়া হারবাল অ্যান্ড কেমিক্যালসের বার্ষিক পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

 নিউজবাংলা: ১৬ মে, সোমবার:

 নিউজবাংলা ডেক্স:

আইএসও স্বীকৃতি প্রাপ্ত কসমেটিকস প্রসাধনী প্রস্তুতকারক ও পরিবেশক প্রতিষ্ঠান তাসমিয়া হারবাল অ্যান্ড কেমিক্যালসÑএর পরিবেশকদের নিয়ে কক্সবাজারে ঈদুল ফিতরের প্রস্তুতি বিষয়ক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মে) কক্সবাজারের একটি কনভেনশন সেন্টারে দিনব্যাপী নানা কর্মসূচীর মাধ্যমে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তাওহীদ আহমেদ, সিনিয়র সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মো: ওবায়দুর রহমার মোল্লা সহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও শুভ্যানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন ।

কনফারেন্সে সারা দেশ থেকে আসা দেড় শতাধিকের বেশি ডিলার তথা পরিবেশকদের সঙ্গে আসছে ঈদুল ফিতরের সেলস বিষয়ে মতবিনিময় ও তাদের পরামর্শ গ্রহণ করা হয়। এসময় পরিবেশকদের বিক্রয় লক্ষমাত্রা নির্ধারণ করে দেয়া হয় ও লক্ষপুরনে পুরস্কার বিতরনের ঘোষনা করা হয়। পরিবেশকদের উদ্দেশ্যে তাসমিয়ার ব্যবস্থাপনা পরিচালক তাওহীদ আহমেদ বলেন, ‘তাসমিয়া আপনাদের কোম্পানি। তাই এই কোম্পানির উন্নয়ন ও অগ্রযাত্রায় সবসময় আপনাদের পাশে চাই। একই সঙ্গে আমি ঘোষনা করছি, কোম্পানি পরিচালনার ক্ষেত্রে আপনাদের সবার অবদান যথাযথ মূল্যায়ন করা হবে।’ তাসমিয়ার উল্লেখযোগ্য পণ্যর মধ্যে রয়েছে স্মার্ট একটিভ গোল্ড মেহেদি, স্মার্ট একটিভ ব্লাক মেহেদি, তাসমিয়া টু-ইন-ওয়ান মেহেদী, স্মার্ট কোন মেহেদী, ম্মার্ট লাকজারি পাউডার, তাসমিয়া হেয়ার রি-গ্রোথ ভাইটালাইজার অয়েল, স্মার্ট স্পট আউট স্কীন ক্রীমসহ নানা ধরনের পণ্য। বিভিন্ন শপিং সেন্টার, মেগাসপ ও সারাদেশের দোকানে তাসমিয়া হারবালের পণ্য পাওয়া যায়। বিস্তারিত জানতে: ৮৪০২০২৭, ৮৪০১৯৮৮

 প্রেস বিজ্ঞপ্তি:

নিউজবাংলা/ একে         

 


Share This:

Comments

comments

Previous: বোদায় সমৃদ্ধি কর্মসূচির বিনামূল্যে হৃদরোগ বিষয়ক হেলথ্ ক্যাম্প অনুষ্ঠিত
Next: গোবিন্দগঞ্জে মৎস্য আকৃতির শিশুর জন্ম, পরেই মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*