Breaking News
  • নগরকান্দায় কৃষকরাই তৈরী করছে উন্নতমানের কেঁচো কম্পোষ্ট সার
  • আত্রাইয়ে জঙ্গীবাদ প্রতিরোধ কল্পে করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা
  • শরীয়তপুরে জেলা শিক্ষক সমিতির সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন
  • বন্যায় শরীয়তপুরের ৫০ গ্রাম প্লাবিত, ৪২ টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ
  • বাসাইলে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস, জরিমানা আদায়

দেশের সবচেয়ে বড় লঞ্চের উদ্বোধন

নিউজবাংলা: ২০ জুলাই, বুধবার:

ঢাকা : দেশের সবচেয়ে বড় যাত্রীবাহী লঞ্চ ‘পারাবত ১২’-এর উদ্বোধন করেছেন নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান। বুধবার দুপুরে ঢাকা সদরঘাটে লঞ্চটি উদ্বোধন করেন মন্ত্রী। ঢাকা-বরিশাল রুটে এ লঞ্চ চলাচল করবে।

মেসার্স রাবেয়া শিপিং কোম্পানির বিলাসবহুল এই লঞ্চটির দৈর্ঘ্য ৩১০ ফুট ও প্রস্থ ৫২ ফুট। লঞ্চে ব্যবহার করা হয়েছে জাপানের তৈরি ৫ হাজার অশ্বশক্তির মেরিন প্রপালশন ইঞ্জিন এবং ছয়টি স্ট্যান্ডবাই জেনারেটর।

চারতলাবিশিষ্ট এই লঞ্চে থাকছে যাত্রীদের জন্য শীতাতপনিয়ন্ত্রিত কেবিন। ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস, ফাস্ট ফুড ক্যাফে, মেডিসিন কর্নার। এর মধ্যে বিজনেস ক্লাসে পাঁচ তারকা হোটেল মানের সার্ভিস পাওয়া যাবে। এ ছাড়া প্রতিটি কেবিনে থাকছে বিনোদনের জন্য এলইডি টিভি।

নৌযানটিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবিলা ও নিরাপত্তার জন্য রয়েছে একাধিক স্তরের তলদেশ, রাডার, জিপিএস, ইকো সাউন্ডার, যোগাযোগের জন্য ভিএইচএফ রেডিও, অন স্ক্রিন নেভিগেশন ক্যামেরা, ওয়াটার ব্লাস্ট, সিসি টিভি ক্যামেরা।

লঞ্চটিতে ২৮২টি কেবিন রয়েছে। এর মধ্যে ভিআইপি কেবিন সাতটি, ফ্যামিলি কেবিন দুটি, ডাবল কেবিন ৬৬টি, সিঙ্গেল কেবিন ১০৫টি।

লঞ্চটির মালিক শহিদুল ইসলাম ভূঁইয়া জানান, যাত্রীদের জন্য প্রয়োজনীয় সবই রাখা হয়েছে এই লঞ্চে। এটি তৈরিতে ২৫ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে।

 

নিউজবাংলা/ একে         

 

Share This:

Comments

comments

Previous: দেশের মৎস্যসম্পদে এখন ফরমালিন নেই…. প্রধানমন্ত্রী
Next: আত্রাইয়ে ইউপি সদস্যসহ ৩ জেএমবি সদস্য আটক, ককটেল ও অস্ত্র উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*