নিউজবাংলা:১০জুলাই, রবিবার:
নাটোর প্রতিনিধি
নাটোরের একডালা এলাকায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্ত্রী জিনাত রেহানা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন স্বামী জিয়া আহমেদ।
রবিবার দুপুরে সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের একডালা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত জিনাত রেহানা চাঁপাইনবাবগঞ্জের শান্তিবাগ এলাকার আব্দুস সালামের মেয়ে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ (পশ্চিমাঞ্চল) হামিদুল ইসলাম ও ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সামা ও স্থানীয়রা জানান, ঈদ শেষে দুপুর একটার দিকে মোটর সাইকেল যোগে স্বামী-স্ত্রী চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা ফিরছিলেন। পথে নাটোর সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের একডালা এলাকায় পৌঁছালে নাটোর থেকে রাজশাহীগামী দ্রুত গতির একটি ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই স্ত্রী জিনাত রেহানা নিহত হন এবং আহত হন তার স্বামী জিয়া আহমেদ। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। আহত জিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিউজবাংলা/ একে
Comments
comments