Breaking News
  • নগরকান্দায় কৃষকরাই তৈরী করছে উন্নতমানের কেঁচো কম্পোষ্ট সার
  • আত্রাইয়ে জঙ্গীবাদ প্রতিরোধ কল্পে করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা
  • শরীয়তপুরে জেলা শিক্ষক সমিতির সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন
  • বন্যায় শরীয়তপুরের ৫০ গ্রাম প্লাবিত, ৪২ টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ
  • বাসাইলে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস, জরিমানা আদায়

নাটোরে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্ত্রী নিহত ও স্বামী আহত

নিউজবাংলা:১০জুলাই, রবিবার:

নাটোর প্রতিনিধি

নাটোরের একডালা এলাকায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্ত্রী জিনাত রেহানা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন স্বামী জিয়া আহমেদ।

রবিবার দুপুরে সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের একডালা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত জিনাত রেহানা চাঁপাইনবাবগঞ্জের শান্তিবাগ এলাকার আব্দুস সালামের মেয়ে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ (পশ্চিমাঞ্চল) হামিদুল ইসলাম ও ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সামা ও স্থানীয়রা জানান, ঈদ শেষে দুপুর একটার দিকে মোটর সাইকেল যোগে স্বামী-স্ত্রী চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা ফিরছিলেন। পথে নাটোর সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের একডালা এলাকায় পৌঁছালে নাটোর থেকে রাজশাহীগামী দ্রুত গতির একটি ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই স্ত্রী জিনাত রেহানা নিহত হন এবং আহত হন তার স্বামী জিয়া আহমেদ। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। আহত জিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিউজবাংলা/ একে         

 

Share This:

Comments

comments

Previous: মুক্তি না পেয়ে চট্টগ্রামে বিতর্কিত বিকল্প পদ্ধতিতে ‘বাদশা’র প্রদর্শনী
Next: পিকনিকের নৌকা থেকে পরে গিয়ে বাসাইলের এক যুবকের মৃত্যু : ২০ ঘন্টা পর লাশ উদ্ধার।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*