নিউজবাংলা: ১৩ নভেম্বর, শুক্রবার:
ঢাকা: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার অন্যতম আসামি নূর হোসেনকে নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। সকালে তাকে নারায়ণগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব-১ এর সদস্যরা।
শুক্রবার সকাল ৭টা ৫মিনিটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ এর কার্যালয়ে অপেক্ষমাণ সাংবাদিকদের ব্রিফিং করার সময় র্যাবের পরিচালক (আইন ও গণমাধ্যম) মুফতি মাহমুদ খান বলেন, মেডিকেল চেকআপের জন্য নূর হোসেনকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হচ্ছে। সংক্ষিপ্ত ব্রিফিং শেষে নূর হোসেনকে নারায়ণগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর তাকে নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ রওনা হয় পুলিশ। এর আগে র্যাবের হেফাজতে সকাল ৬টা ৫০ মিনিটে তাকে র্যাব-১ কার্যালয়ে আনা হয়। তাকে নিয়ে আসা গাড়িটির সঙ্গে ছিলো আরও চারটি গাড়ি। বৃহস্পতিবার রাত ১১টা২০মিনিটের দিকে বেনাপোল চেকপোস্টের জিরো পয়েন্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা নূর হোসেনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করে।
নিউজবাংলা/একে
Comments
comments