নিউজবাংলা- ১৬ নভেম্বর,সোমবার:
নাহিদ হাসান (নীলফামারী প্রতিনিধি) :
আজ নীলফামারী জেলা ছাত্রলীগের আয়োজনে নাজেম-আমেনা স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য যে ফ্রি-কোচিং এর ব্যাবস্থা করা হয়েছে আজ ১৫ নভেম্বর উদয়ন শিশু বিদ্যাপীঠে তার শুভ সূচনা হলো।
উক্ত উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন নীলফামারী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মুশফিকুর রহমান (রিন্টু) , নাজেম-আমেনা স্মৃতি
ফাউন্ডেশনের সা: সম্পাদক ড. শাহিন, জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিক ও সাধারণ সম্পাদক মোঃ নোহেল রানা প্রমুখ।
সভায় উপস্থিত অতিথিরা জেলা ছাত্রলীগের এরকম মহৎ উদ্দ্যেগকে স্বাগত জানিয়ে বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার দেশ থেকে নিরক্ষরতা দূর করার অঙ্গীকার নিয়েছে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছে। ফ্রি কোচিং এর মাধ্যমে গরীব মেধাবী ছাত্র-ছাত্রীরা ভাল ফলাফল করার সুযোগ পাবে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোহেল রানা জানান, বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে দেশ ও জাতিকে শিক্ষিত করতে হবে। তিনি আরও জানান, জেলা ছাত্রলীগ গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে সবসময় থাকবে
নিউজবাংলা/একে
Comments
comments