নিউজবাংলা: ১৩ নভেম্বর, শুক্রবার:
নাহিদ হাসান (নীলফামারী প্রতিনিধি) : নীলফামারীর জলঢাকায় বুধবার রাতে নৈশ কোচে অভিযান চালিয়ে ৯০ বোতল ফেন্সিডিল সহ দুই মহিলাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতার কৃত দুজনের সম্পর্ক বউ-শ্বাশুড়ী। এএসআই এবিএম বদরুদ্দোজা জানান, জলঢাকা বাসষ্ট্যান্ড থেকে অনিক মাহমুদ নামে ঢাকা গামী নৈশ কোচে যাত্রীবেশী দুই মহিলা ফেন্সিডিল গুলো বহন করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের আটক করে থানায় নিয়ে আসি। পরে তল্লাসি করে তাদের কাছ থেকে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। গ্রেফতারকৃতরা হলেন, ডিমলা উপজেলার ছাতনাই কলোনী এলাকার এমদাদুল হক এর স্ত্রী মায়া বেগম (৫০) ও নুরুল হকের স্ত্রী লাভলী বেগম (৩৫)।
তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা ১৯৭৪ এর ২৫-বি ধারায় মামলা দায়ে হয়েছে।
নিউজবাংলা/একে
Comments
comments