নিউজবাংলা: ১৬ মে, সোমবার:
ঢাকা : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) সোমবারের ম্যাচে নুরুল হাসানের সেঞ্চুরিতে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৬০ রানের জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
সাত ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলে এখন ষষ্ঠ অবস্থানে আছে শুভাগত হোমের দল।
অন্যদিকে, পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে আছে লেজেন্ডস অব রূপগঞ্জ। সাত ম্যাচ খেলে তারা চারটিতে জয় পেয়েছে ও একটিতে ড্র করেছে।
এদিন সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৯ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক।
দলের পক্ষে নুরুল হাসান সেঞ্চুরি (১০৮ রান) করেন। এছাড়া মেহেদী মারুফ ৭৫ ও শচীন রানা ৪০ রান করেন। রূপগঞ্জের পক্ষে মোশাররফ হোসেন ২টি, আসিফ আহমেদ ২টি, আলাউদ্দিন বাবু ২টি, নাহিদুল ইসলাম ২টি ও সৌম্য সরকার ১টি করে উইকেট নেন।
পরে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করে লেজেন্ডস অভ রূপগঞ্জ। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন জালাজ স্যাক্সেনা। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেন আসিফ আহমেদ।
প্রাইম ব্যাংকের পক্ষে নাজমুল ইসলাম ২টি, শচীন রানা ৪টি, রুবেল হোসেন ২টি, রাইহান উদ্দীন ১টি ও মনির হোসেন ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন সেঞ্চুরিয়ান নুরুল হাসান।
নিউজবাংলা/ একে
Comments
comments