Breaking News
  • নগরকান্দায় কৃষকরাই তৈরী করছে উন্নতমানের কেঁচো কম্পোষ্ট সার
  • আত্রাইয়ে জঙ্গীবাদ প্রতিরোধ কল্পে করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা
  • শরীয়তপুরে জেলা শিক্ষক সমিতির সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন
  • বন্যায় শরীয়তপুরের ৫০ গ্রাম প্লাবিত, ৪২ টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ
  • বাসাইলে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস, জরিমানা আদায়

নড়াইলের চিত্রা বাণী প্রেক্ষাগৃহ খুলে দিয়ে বাংলার ঐতিহ্য সংস্কৃতি পুর্নজীবীত হলো

নিউজবাংলা:৮ জুলাই, শুক্রবার:

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

  নড়াইলের চিত্রা বাণী সিনেমা হল চালু হয়েছে। দীর্ঘ ৩বছর বন্ধ পর ঈদ উপলক্ষে দুপুরে বাংলা ছবি স¤্রাট প্রদর্শনের মধ্যদিয়ে চালু হয়েছে চিত্রাবাণী প্রেক্ষা গৃহ।

প্রথমদিনে দর্শক উপস্থিতি ছিল সন্তোষজনক।চিত্রাবাণী সিনেমা হল মালিক আব্দুস সালাম জানিয়েছেন, প্রতিদিন সকাল, দুপুর রাতে ৩টি শো চলবে। ঈদ উপলক্ষে টিকিটের মূল্য রাখা হয়েছে প্রথম শ্রেণি ৫০টা, ২য় শ্রেণি ৩০ টাকা, ৩য় শ্রেণি ২৫টাকা। ঈদের পর মূল্য হার কমানো হবে। তিনি নড়াইলবাসির সহযোগিতা কামনা করেছেন।উল্লেখ্য, আকাশ সংস্কৃতির প্রভাবে বাংলাদেশে সিনেমা প্রেক্ষাগৃহ প্রায় বিলুপ্তির পথে ঠিক সেই সময় নড়াইলে বন্ধ চিত্রা বাণী সিনেমা প্রেক্ষাগৃহ খুলে দিয়ে বাংলার ঐতিহ্য সংস্কৃতি পুর্নজীবীত হলো। এক সময় বাংলাদেশে বিনোদনের বড় মাধ্যম ছিল সিনেমা প্রেক্ষাগৃহে যেয়ে পরিবার পরিজনদের নিয়ে ছবি দেখা। এখন বাড়িতে বসে একাধিক সিনেমা দেখার সুযোগ হওয়ায় সিনেমা নির্মাতারাও উদ্যোগ হারিয়ে ফেলেছেন এবং সিনেমা হল গুলোও বন্ধ হয়ে পড়ে আছে।এর আগে দীর্ঘবছর ধরে “চিত্রাবাণী” হল মালিক ছিলেন আনোয়ারুল ইসলাম বাবু। সম্প্রতি প্রেক্ষাগৃহের স্বত্ত্বাধিকারী নড়াইল ক্লাবের সাথে এক চুক্তি স্বাক্ষরের মধ্যদিয়ে রাজশাহী’ আব্দুস সালাম হন প্রেক্ষাগৃহের মালিক।এদিকে নড়াইলের সাংস্কৃতিক কর্মীরা উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিল্পকে বাঁচাতে যিনি উদ্যোগ নিয়েছেন তাকে আমরা সার্বিক সহযোগিতা করলে যাদের বাড়িতে বসে সিনেমা দেখার সুযোগ এখনও হয়ে উঠেনি তারা চিত্রা বাণী হলে এসে বিনোদন করতে পারবেন। নড়াইল চিত্রা বাণী সিনেমা হল চালু হয়েছে। দীর্ঘ ৩বছর বন্ধ পর ঈদ উপলক্ষে বৃহস্পতিবার (০৭ জুলাই) দুপুরে বাংলা ছবি স¤্রাট প্রদর্শনের মধ্যদিয়ে চালু হয়েছে চিত্রাবাণী প্রেক্ষা গৃহ। প্রথমদিনে দর্শক উপস্থিতি ছিল সন্তোষজনক।চিত্রাবাণী সিনেমা হল মালিক আব্দুস সালাম জানিয়েছেন, প্রতিদিন সকাল, দুপুর রাতে ৩টি শো চলবে। ঈদ উপলক্ষে টিকিটের মূল্য রাখা হয়েছে প্রথম শ্রেণি ৫০টা, ২য় শ্রেণি ৩০ টাকা, ৩য় শ্রেণি ২৫টাকা। ঈদের পর মূল্য হার কমানো হবে। তিনি নড়াইলবাসির সহযোগিতা কামনা করেছেন।উল্লেখ্য, আকাশ সংস্কৃতির প্রভাবে বাংলাদেশে সিনেমা প্রেক্ষাগৃহ প্রায় বিলুপ্তির পথে ঠিক সেই সময় নড়াইলে বন্ধ চিত্রা বাণী সিনেমা প্রেক্ষাগৃহ খুলে দিয়ে বাংলার ঐতিহ্য সংস্কৃতি পুন:জীবীত হলো। এক সময় বাংলাদেশে বিনোদনের বড় মাধ্যম ছিল সিনেমা প্রেক্ষাগৃহে যেয়ে পরিবার পরিজনদের নিয়ে ছবি দেখা। এখন বাড়িতে বসে একাধিক সিনেমা দেখার সুযোগ হওয়ায় সিনেমা নির্মাতারাও উদ্যোগ হারিয়ে ফেলেছেন এবং সিনেমা হল গুলোও বন্ধ হয়ে পড়ে আছে।এর আগে দীর্ঘবছর ধরে “চিত্রাবাণী” হল মালিক ছিলেন আনোয়ারল ইসলাম বাবু। সম্প্রতি প্রেক্ষাগৃহের স্বত্ত্বাধিকারী নড়াইল ক্লাবের সাথে এক চুক্তি স্বাক্ষরের মধ্যদিয়ে রাজশাহী’ আব্দুস সালাম হন প্রেক্ষাগৃহের মালিক। সময় নড়াইল জেলা, ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, দৈনিক আলোকিত ,নড়াইল জেলা প্রতিনিধি বুলু দাস, দৈনিক সমাজের কাগজের নড়াইল প্রতিনিধি আশরাফ উজ্জ্বল, মোহনা টেলিভিশনের প্রতিনিধি হাফিজুল নিলু, চ্যালেন নাইন এর প্রতিনিধি ইমরান হোসেন, দৈনিক সোনালী খবর জেলা প্রতিনিধি রাজিব মোলা সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দরা। সভাপতি উজ্জ্বল রায়,বলেন,  নড়াইলের চিত্রাবাণী সিনেমা হল মালিক আব্দুস সালাম, উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিল্পকে বাঁচাতে যিনি উদ্যোগ নিয়েছেন তাকে আমরা সহযোগিতা করলে যাদের বাড়িতে বসে সিনেমা দেখার সুযোগ এখনও হয়ে উঠেনি তারা চিত্রা বাণী হস বিনোদন করতে পারবেন।

 

নিউজবাংলা/ একে         

 

Share This:

Comments

comments

Previous: বড়াইগ্রামে বাস উল্টে নিহত ১ আহত ১৫
Next: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিম্নমানের কাজে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ক্ষোভ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*