নিউজবাংলা: ২০ জুলাই, বুধবার:
নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শামীম রহমানকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদ এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বড়ালের পৃথক দু’টি আদালতে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানো নির্দেশ দেন। হত্যা, অস্ত্র মামলাসহ তিনটি মামলায় আদালতে হাজিরা দেন শামীম রহমান।পুলিশ জানায়, গত ২ জুন লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনপূর্ব দুইপক্ষের সংঘর্ষে নিশান মুন্সি (২৮) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় নিহতের চাচা আছাদ মুন্সি বাদী হয়ে গত ৪ জুন লোহাগড়া থানায় খান শামীম রহমানসহ কয়েকজনের নামে হত্যা মামলা দায়ের করেন। এছাড়া তার নামে আগ্নোয়াস্ত্র ও সংঘর্ষের মামলা রয়েছে। এদিকে, নিশান মুন্সি হত্যা মামলায় আরো ১৬ আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। #
নিউজবাংলা/ একে
Comments
comments