নিউজবাংলা: ১২ জুলাই, মঙ্গলবার:
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি :
নড়াইলের গর্বিত সন্তান এবং নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মুর্তজার মা হামিদা মুর্তজা জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সাথে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন। নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা এ সাক্ষাৎকার গ্রহণ করেন।
মাশরাফির ইনজুরির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ওর (মাশরাফি) যখন ইনজুরি হয় তখন আমাদের অবস্থা কেমন তা বলার অপেক্ষা রাখে না। সন্তান ইনজুরিতে পড়লে সব মা-ই দোয়া করে তেমনি আমিও করি। তবে পাশাপাশি আমি ওর (মাশরাফি) জন্য বিশেষভাবে রোজাও রাখি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারেও বাংলাদেশের জাতীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মা হামিদা মর্তুজার মা এসব কথা বলেছিলেন।
হামিদা মর্তুজা বলেন, মাশরাফি ২০১৫ ও ২০১৬ সালে যা দেখিয়েছে সেটা অবশ্যই স্মরণীয় একটা ব্যাপার। নড়াইলবাসীসহ বাংলাদেশের সবার কাছে দোয়া চাই যেন সামনের দিনগুলোতে আরও ভালোভাবে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারে।
এসময় মাশরাফি বিন মর্তুজা বলেন,নিজের যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে চেষ্টা করছি। পাশাপাশি আল্লাহর রহমত আর সকলের দোয়া আছে। আমি অসাধারণ কিছুই করছি না। একজন অধিনায়ক হিসেবে যতটুকু করার সেটাই করার চেষ্টা করছি। মোস্তাফিজ সম্পর্কে তিনি বলেন, যে যাই বলুক আমার কাছে মোস্তাফিজ বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা পেসার। ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য মিচেল স্টার্কের চেয়েও মোস্তাফিজ বেশি কার্যকর।
দেশের চাহিদা মেটানোর পর বহিঃবিশ্বের খেলার আমন্ত্রণ গুলোকে সঠিক ভাবে বেঁছে নিয়ে খেলতে পারলে আজ থেকে ১২ বছর পরে নিজেকে ক্রিকেট বিশ্বের একজন কিংবদন্তী ক্রিকেটারে পরিণত করতে পারবে। শুধু তাই নয় মোস্তাফিজকে দেখে আরো ক্রিকেটারদের জাতীয় পর্যায়ে উঠে আসবে এবং তাদের নেতৃত্বে বাংলাদেশ একদিন বিশ্ব ক্রিকেটে রাজত্ব করবে।
এ বিষয়ে জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় বলেন, দেশের শিশু-কিশোরসহ সকলকে খেলাধুলায় উৎসাহী হওয়া উচিৎ। এতে করে অবসর সময়ে সে নিজেকে কোন অপরাধমূলক কর্মকান্ডে জড়ানোর সময় পাবে না। তাছাড়া জঙ্গিদের অপতৎপরতা থেকে দূরে থাকার জন্য উঠতি বয়সের শিক্ষার্থীদের খেলাধুলার সাথে সম্পৃক্ত থেকে অবসর সময় কাটানো উচিৎ।
অনলাইন মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা বলেন, সুস্থ্য দেহে সুন্দর মন। আর শরীর সুস্থ্য রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। কাজেই সকলেরই উচিৎ খেলাধুলার সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকা।
নিউজবাংলা/একে
Comments
comments