Breaking News
  • সাকা-মুজাহিদের আপিল বিভাগের ফাঁসির রায়ই বহাল,
  • নাটোরে আন্তঃবিভাগ ফুটবল টুনামেন্টের সেমিফাইনালে উঠল অর্থনীতি ও ইসলামে ইতিহাস বিভাগ
  • বিশ্বনাথে কলেজ ছাত্রের উপর হামলা ও বিষ পান করিয়ে হত্যার চেষ্টার ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ
  • বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী আ’লীগ নেতাকে সংবর্ধনা
  • রাজাপুরে তিন গাঁজা সেবিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

পরাজয়ের কারণ ব্যাখ্যা করলেন মাশরাফি

নিউজবাংলা- ১৬ নভেম্বর, সোমবার:
ঢাকা: সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজার অঙ্গভঙ্গিই সব বলে দিচ্ছিল। গোটা সিরিজে প্রথমবারের মতো মলিন চেহারায় দেখা গেল বাংলাদেশ অধিনায়ককে। রোববার বছরের শেষ ম্যাচ ছিল। কিন্তু শেষটা হলো হার দিয়ে।

যে জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে পাত্তাই দেয়নি বাংলাদেশ, তারাই শেষটা যন্ত্রণার করে তুলল।
অনেক ক্ষতি হয়ে গেছে -এমন না বললেও মাশরাফির কথাতেই বোঝা যাচ্ছিল ম্যাচটা জেতা কতটা জরুরি ছিল। তবে তাই বলে হা-হুতাশ করতে দেখা যায়নি তাঁকে। বরং টি-টোয়েন্টির জন্য সবাইকে তৈরি হতে বলছেন তিনি।
ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি বলেছেন কম টি-টোয়েন্টি খেলার কথা। তবে সংবাদ সম্মেলনে এই অজুহাত দেখাননি তিনি, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আমরা যে অবস্থায় আছি, আমাদের ভালো কম্বিনেশন তৈরি করা খুব গুরুত্বপূর্ণ। আমাদের সবচেয়ে বড় ফোকাস ছিল সেদিকেই। সেই সঙ্গে জয়ের দিকেও। জেতাটা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত হয়নি। আরো অনেক কিছু চিন্তা করতে হবে। সবাইকে তৈরি করতে হবে।’
ইনিংসের শেষ ওভার নাসিরকে দিয়ে করিয়েছেন মাশরাফি। জিম্বাবুয়ের দরকার তখন ১৮ রান। নাসির সফল হতে পারেননি। নাসিরকে কী বলেছিলেন? বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘নাসিরকে বলেছিলাম স্বাভাবিক বোলিং করতে। ওই সময় আমাদের হাতে আর উপায় ছিল না। এইখানে ও সাধারণত বোলিং করে না। ওর জন্য নতুন অভিজ্ঞতা।’
আলাদা কোনো নির্দেশনা ছিল? মাশরাফি বলছেন তেমন কোনো নির্দেশনা ছিল না। সবটাই নাসিরের হাতে ছেড়ে দিয়েছিলেন তিনি, ‘নাসির জোড়ে বোলিং করছিল। পুরো বিষয়টাই আমি ওর উপর ছেড়ে দিয়েছিলাম। আমি বিশ্বাস করি ও ভালো বোলার।’
সূত্র : প্রিয়.কম

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: ঢাকায় আসছেন মার্কিন সেই নোবেল বিজয়ী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*