নিউজবাংলা: ১৬ জুলাই, শনিবার:
ঢাকা : থাকলে এ বছরের ডিসেম্বরে বলিউডের অভিনেত্রী কারিনা কাপুর খান পুত্র সন্তানের মা হবেন। কয়েক মাস আগে যুক্তরাজ্যে ছুটি কাটাতে গিয়েছিলেন সাইফ ও কারিনা দম্পতি। তখনই কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়া যায়।
আর সেখানে তারা অনাগত সন্তানের লিঙ্গ জানার জন্য পরীক্ষা করিয়েছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, পুত্র সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন তারা।
সম্প্রতি মুক্তি পেয়েছে কারিনা কাপুর খান অভিনীত ‘উড়তা পাঞ্জাব’ ছবিটি। রিয়া কাপুর ও একতা কাপুর পরিচালিত ‘বীরে দি ওয়েডিং’ ছবির কাজ শুরু করেছেন ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী। অন্যদিকে, সাইফ আলি খানকে দেখা যাবে বিশাল ভরদ্বাজের ‘রেঙ্গুন’-এ।
নিউজবাংলা/ একে
Comments
comments
সত্য অন্বেষণে অনির্বাণ