Breaking News
  • সাকা-মুজাহিদের আপিল বিভাগের ফাঁসির রায়ই বহাল,
  • নাটোরে আন্তঃবিভাগ ফুটবল টুনামেন্টের সেমিফাইনালে উঠল অর্থনীতি ও ইসলামে ইতিহাস বিভাগ
  • বিশ্বনাথে কলেজ ছাত্রের উপর হামলা ও বিষ পান করিয়ে হত্যার চেষ্টার ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ
  • বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী আ’লীগ নেতাকে সংবর্ধনা
  • রাজাপুরে তিন গাঁজা সেবিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

প্রত্যেকের নিরাপত্তা দেয়া সম্ভব নয় : আইজিপি

নিউজবাংলা- ১৬ নভেম্বর, সোমবার:
ঢাকা: পুলিশের মহাপরিদর্শক (আইজি) শহীদুল হক বলেছেন, প্রত্যেক ব্যক্তিকে নিরাপত্তা দেয়া পুলিশের পক্ষে সম্ভব নয়। তবে যারা হামলা ও হত্যার হুমকির শিকার হয়ে নিরাপত্তা চেয়েছেন তাদেরকে আমরা নিরাপত্তা বলয়ের মধ্যে এনেছি।

সম্প্রতি লেখক, প্রকাশক হত্যা ও বুদ্ধিজীবীদের হত্যার হুমকি সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সোমবার দুপুরে পুলিশ সদর দপ্তরে নিহত ১৩ পুলিশ সদস্যের পরিবারকে অর্থসহায়তা প্রদানের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, ‘অধ্যাপক আনিসুজ্জামানকে যে মোবাইল থেকে হুমকি দেয়া হয়েছে সে মোবাইল ফোনের মালিককে শনাক্ত করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি স্বীকার করেছেন ওটা তারই সিম নম্বর কিন্তু সেটা ক্লোন করা হয়েছে। যে ব্যক্তি ক্লোন করেছে তার নামও তিনি জানিয়েছেন।পুলিশ খোঁজ খবর নিচ্ছে, মূল হুমকিদাতা পলাতক আছে।’ আইজিপি জানান, পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, যে ব্যক্তি হুমকি দিয়েছে, সে ব্যক্তি জঙ্গি তৎপরতায় লিপ্ত আছে। আইজিপি বলেন, ‘আমরা মূল সিমের মালিককে গ্রেপ্তার করতে পারতাম, এমনকি আইসিটি অ্যাক্টে তার বিরুদ্ধে মামলাও করতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি। কারণ আমরা জানতে পেরেছি তিনি প্রকৃতপক্ষে নিরপরাধ। আমরা কোনো নিরীহ মানুষকে হয়রানি করতে চাই না।’ লেখক-প্রকাশক ও বুদ্ধিজীবীদের হত্যার হুমকির প্রেক্ষিতে যারা নিরাপত্তা চেয়েছেন তাদের ব্যাপারে বলতে গিয়ে আইজিপি বলেন, ‘প্রত্যেককে নিরাপত্তা দেয়া পুলিশের পক্ষে সম্ভব নয়। তবে যারা নিরাপত্তা চেয়েছেন তাদের আমরা নিরাপত্তা বলয়ের মধ্যে রেখেছি।’

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: মালয়েশিয়ায় কর্মরত রাণীনগরের যুবককে হত্যা: গ্রামের বাড়িতে শোকের মাতম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*