নিউজবাংলা: ১৩ নভেম্বর, শুক্রবার:
ঢাকা: বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার ও আফ্রিকার দেশ চাদের কোনো নারীকে এখন থেকে সৌদি পুরুষেরা বিয়ে করতে পারবেন না।
সম্প্রতি সৌদি পুলিশ এ নিষেধাজ্ঞা জারি করেছে। মক্কা পুলিশের মহাপরিচালক মেজর জেনারেল আসসাফ আল-কোরেশির বরাত দিয়ে মক্কা ডেইলি পত্রিকার খবরে এ কথা জানানো হয়। খবরে বলা হয়, মূলত সৌদি পুরুষদের অন্য দেশের নারীদের বিয়ে করতে নিরুৎসাহিত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। বেসরকারি হিসাব অনুযায়ী সৌদি আরবে বর্তমানে এ চারটি দেশের পাঁচ লাখ নারী বাস করছেন। আসসাফ আল-কোরেশির বরাত দিয়ে খবরে জানানো হয়, সৌদি আরবের কোনো পুরুষ যদি অন্য দেশের (ওই চারটি দেশ ছাড়া) কোনো নারীকে বিয়ে করতে চান, তবে তাকে অবশ্যই সরকারের অনুমতি নিতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষের (অফিশিয়াল চ্যানেল) মাধ্যমে বিয়ের আবেদনের দরখাস্ত পেশ করতে হবে। আবেদনকারীর বয়স ২৫ বৎসরের বেশি হতে হবে। পরিচয়পত্র জেলার মেয়রের মাধ্যমে সত্যায়িত করে জমা দিতে হবে। এ ছাড়া পরিবারের কার্ডও জমা দিতে হবে।
নিউজবাংলা/একে
Comments
comments