Breaking News
  • বাসাইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
  • বাসাইলে মাল্টিমিডিয়া ক্লাসরুম কার্যক্রম জোরদার করণ বিষয়ক প্রশিক্ষণ
  • বাসাইলে ঔষধ ব্যবসায়ীদের জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন
  • গাইবান্ধার সাদুল্যাপুরে শিক্ষক হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
  • বাসাইলে ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার ২২

বাসাইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজবাংলা: শনিবার, ০৩ সেপ্টেম্বর, ২০১৬ ইং:

বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:

শনিবার (৩ সেপ্টেম্বর) সারাদেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস-নাশকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুন্যা সম্মিলিত আলিম মাদ্রাসার প্রিন্সিপাল এস এম শরিফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউলজানী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউল গণি হাবিব, সহকারি শিক্ষক মীর আবুল কালাম আজাদ, ম্যানেজিং কমিটির সদস্য লুৎফর রহমান প্রমুখ। বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী মহাবিদ্যালয়ের উদ্যোগে প্রিন্সিপাল ড. হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হোসেন, সহকারি অধ্যাপক মোঃ ইদ্রিস আলী, আব্দুল অদুদ খান প্রমুখ।

বাসাইল সদরে অবস্থিত হাজী মালিক মাজেদা খাতুন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক সালাউদ্দিন মিয়া, আলমগীর হোসেন মিয়া, জাহানিয়ার খান আলো, আবুল কাশেম মিয়া প্রমুখ।

বাসাইল মুজিব হাবিব ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ আশরাফ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর মেয়র মজিবুর রহমান, বাসাইল থানার এস আই শ্যামল কুমার দত্ত, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আখতারুজ্জামান রিপন, সহ-সুপার আব্দুল জলিল মিয়া প্রমুখ। কাঞ্চনপুর এলাহিয়া বিএ ফাজিল মাদ্রাসার উদ্যোগে আলোচনা সভায় প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাতেন মিয়া, সহকারি অধ্যাপক শফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসায়ও এক যোগে অনরূপ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানা গেছে।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: বাসাইলে মাল্টিমিডিয়া ক্লাসরুম কার্যক্রম জোরদার করণ বিষয়ক প্রশিক্ষণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*