নিউজবাংলা: ২০ জুলাই, বুধবার:
বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:
মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে টাঙ্গাইলের বাসাইলে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ জুলাই) সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে র্যালীটি উপজেলা পরিষদ চত্তর থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিলিয়া শারমিন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব ) মোঃ গিয়াস উদ্দীন প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।
উল্লেখ্য, মৎস্য সেক্টরে বর্মমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা, প্রমাণ্যচিত্র প্রদর্শন, ফরমালিন বিরোধী অভিযান, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনাসহ সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে উপজেলা মৎস্য অধিদপ্তর।
নিউজবাংলা/ একে
Comments
comments