নিউজবাংলা: ১৬ মে, সোমবার:
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
বিশ্বনাথে পল্লী বিদ্যুতের ডিজিএম অমলেশ কুমার বর্মনের বরাখাস্তের দাবিতে উপজেলা সদরের নতুন বাজার বণিক কল্যাণ সমিতির উদ্যোগে গতকাল সোমবার বিকেলে উপজেলা সদরের বাসিয়া ব্রীজের ওপর মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বণিক সমিতির সভাপতি শামিম আহমদের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ সোহেল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা সদরের পুরান বাজার বণিক সমিতির সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, উপজেলা কৃষকলীগের সভাপতি ছোরাব আলী, উপজেলা সদরের নতুন বাজার বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক জাহাঙীর আলম কবির, কমিশনার নাঈম আহমদ, আবদুল মতিন রণি, সুন্দর আলী রুহুল, এমরান আলী, ফিল্যান্সার এসোসিয়শনের সিলেট জেলা শাখার সভাপতি সুহেল বাদশা, সবজি বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আনসার আলী, বিশ্বনাথ অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রহিম, যুবলীগ নেতা নিজাম উদ্দিন, যুবদল নেতা মুসলিম আলী, তরুণ লীগ নেতা লিটন মিয়া।
এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী ফয়ছল আহমদ, ইকবাল হোসেন, রাসেল আহমদ, আবদুস শহিদ, আল আমিন, আফছর আলী, সিরাজুল ইসলাম, জুয়েল আহমদ, দুলাল আহমদ, আবুল কালাম, জাহেদ আহমদ প্রমুখ।
মানবন্ধনে বক্তারা বলেন, বিশ্বনাথ ডিজিএম অমলেশ কুমার বর্মন যোগদানের পর পল্লী বিদ্যুত বিভাগে দুর্নীত চরম পর্যায়ে চলে গেছে। উপজেলা সদরের নতুন বাজার ডিজিএমের দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। এই অবৈধ বিদ্যুত সংযোগের ফলে নতুন বাজারে যেকোনো সময় বড় ধরণের অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। অভিলম্বে ওই দুর্নীতিবাজ ডিজিএমকে বরাখাস্ত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি জোর দাবি জানান। অন্যতায় বিশ্বনাথবাসীকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করেন।
নিউজবাংলা/ একে
Comments
comments