নিউজবাংলা: ১৬ মে, সোমবার:
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়ন পরিষদে ৩য় বারের মতো নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ছয়ফুল হক’কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার বিকেলে ‘বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন’র উদ্যোগে সংগঠনের কার্যালয়ে ওই সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধিত অতিথির বক্তব্যে ছয়ফুল হক বলেন, এলাকার মুরব্বীদের কাছ থেকে পরামর্শ ও তরুণ প্রজন্মকে সাথে নিয়ে বিশ্বনাথ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করতে কাজ করে যাব। পূর্বের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, ডেফোডিল এসোসিয়েশন উপজেলার শিক্ষা-ক্রীড়া’সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের উন্নয়নে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন। সংগঠনের সদস্যরা নিজেদের কর্মদক্ষতা দিয়েই উজ্জ্বল করেছেন ‘ডেফোডিল এসোসিয়েশন’র নামটিকে।
ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি কামরুল ইসলাম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিনাজ পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রথমআলো বন্ধুসভার সভাপতি ডাঃ প্রবীর কান্তি দে, বিশ্বনাথ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য নূর উদ্দিন, বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির কমিশনার এমদাদ হোসেন নাইম, সংগঠনের সাবেক সভাপতি তন্ময় দেব রায়। ডেফোডিল এসোসিয়েশনের শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ইলিয়াস আলী। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক পাভেল আহমদ, অফিস সম্পাদক সৌমিত্র ধর, প্রচার সম্পাদক রাসেল আহমদ, সদস্য বিজয় দেব, পিন্টু দাশ, শেখ হৃদয়, মিজানুর রশিদ, আবুল কালাম প্রমুখ।
নিউজবাংলা/ একে
Comments
comments