নিউজবাংলা-১৩ নভেম্বর,শুক্রবার
ঢাকা: বিশ্ব ডায়াবেটিস দিবসের উপলক্ষ্যে ১৩ নভেম্বর ঢাকায় তৃতীয় বারের মত ‘নভো নরডিস্ক ঢাকা হাফ ম্যারাথন ২০১৫’ অনুষ্টিত হয়েছে।
মানুষের মধ্যে ডায়বেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাসহ স্বাস্ব্য সচেতনতর জন্য এ ম্যারাথন প্রতিযোগিতা। এ প্রতিযোগিতাটি আয়োজন করছে স্পোর্টস ইন্টারন্যাশনাল, আর এতে টাইটেল স্পন্সর নভো নরডিস্ক।
স্পোর্টস ইন্টারন্যাশনালের চেয়ারম্যান আবিদুর রহমান শিমু বলেনÑ এই ম্যারাথন সাধারণ মানুষের মধ্যে স্বাস্ব্য সচেতনতাসহ হৃদরোগের ঝুঁকি কমানোর পাশাপাশি উদ্যোমীও করে তুলবে। ২১ কিলোমিটারের বেশী এই ম্যারাথনে দেশী-বিদেশী মিলিয়ে ৫ হাজার প্রতিযোগি অংশ নিয়েছে। এই প্রতিযোগিতায় কেনিয়া, উগান্ডা, ইথিওপিয়া, থেকে আগত ১২ জন এলিট দৌড়বিদ অংশগ্রহন করেছে”।
তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাননীয় স্পীকার জাতীয় সংসদ, বাংলাদেশ সরকারের মাননীয় ক্রিয়া প্রতিমন্ত্র, ঢাকা জেলা পুলিশ কমিশনার, সিটি করর্পরেশন এবং স্পন্সরসহ উপস্থিত সকলের প্রতি।
প্রায় তিন ঘণ্টাব্যাপী এই প্রতিযোগিতা গুলশান শুটিং ক্লাবের সামনে থকে শুরু হয়ে, গুলশান ১ নম্বর, হাতির ঝিল, তেজগাঁও লিঙ্ক রোড, বিজয় স্বরনী উড়াল সড়ক, বিজয় স্বরনী, পুরাতন বিমান বন্দর নতুন সড়ক, আগারগাঁও, খামারবাড়ি হয়ে মানিকমিয়া এভিনিউ পর্যন্ত শেষ হয়। প্রতিযোগিতায় মহিলা ও পুরুষ সহ মোট ১২টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়েছে। এরমধ্যে ১ম বিজয়ী পেয়েছেন ১৫০০ ডলার, দ্বিতীয় বিজয়ী ১০০০ ডলার এবং তৃতীয় বিজয়ী ৭০০ ডলার।
এ সম্পর্কে নভো নরডিস্কের বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এ রাজন কুমার বলেন, ‘নভো নরডিস্ক ঢাকা হাফ ম্যারাথন’ সচেতনতা তৈরি করবে কিভাবে স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে ডায়বেটিস নিয়ন্ত্রন ও প্রতিরোধ করা যায়।’
বাংলাদেশে ডায়বেটিস রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ইন্টারন্যাশনাল ডায়বেটিস ফেডারেশনের তথ্যানুযায়ী, ২০১৫ তে এ সংখ্যা দাড়িয়েছে ৭১ লক্ষ যা গত বছর ছিল ৫৯ লক্ষ। বিশ্বব্যাপী প্রতি দশজনের মধ্যে একজন ডায়বেটিসে আক্রান্ত হয়েছে।
স্পোর্টস ইন্টারন্যাশনালের ব্যান্ড এম্বাসেডর চিত্রনায়ক ফেরদৌস বলেন, সব কিছুর মাঝে ও স্পোর্টস ইন্টারন্যাশনাল তাদের নিজস্ব গতিতে এ দেশের খেলাধুলাকে ও পর্যটন শিল্পের বিকাশের জন্য হাফ ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন করে, এ জন্য আমি ব্যক্তিগত ভাবে তাদের সাধুবাদ জানাই । তিনি আরো বলেন, পৃথীবির শীর্ষস্থানীয় স্বাস্থ্যখাতের কোম্পানী নভো নরডিস্ককেও ডায়বেটিস নিয়ন্ত্রনে এরকম দৌড়ের আয়োজনকে স্পনসর করায় বিশেষ ধন্যবাদ জানান।
নিউজবাংলা/একে
Comments
comments