নিউজবাংলা: ৫ জুলাই, মঙ্গলবার:
নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়নের তিরাইল পশ্চিমপাড়ায় ৮০ টি পরিবার মাঝে নতুন গ্রাম বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে ইউপি চেয়ারম্যান খোকন মোল্লার সভাপতিত্বে তিরাইল বাজারের এস.আর একাডেমী কিন্ডার গার্টেন চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জি এম শ্রী নিতাই কুমার সরকার,বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল প্রামানিক ও বনপাড়া পৌর সভার মেয়র কে এম জাকির হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন,বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মনিরুল ইসলাম,তিরাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান,আওয়ামীলীগ নেতা প্রেস কুদ্দুস,পল্লী বিদ্যুতের এজিএম গোলাম ইখতিয়ার,বনপাড়া চালকল সমিতির সভাপতি আবু বক্কর,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আসরাফুল ইসলাম আশু,সেক্রেটারি আতিকুর রহমান,দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,নতুন বিদ্যুৎ সংযোগ প্রাপ্ত পরিবারের সদস্য সহ অন্যান্য ব্যাক্তিবর্গরা।
নিউজবাংলা/একে
Comments
comments