Breaking News
  • নগরকান্দায় কৃষকরাই তৈরী করছে উন্নতমানের কেঁচো কম্পোষ্ট সার
  • আত্রাইয়ে জঙ্গীবাদ প্রতিরোধ কল্পে করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা
  • শরীয়তপুরে জেলা শিক্ষক সমিতির সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন
  • বন্যায় শরীয়তপুরের ৫০ গ্রাম প্লাবিত, ৪২ টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ
  • বাসাইলে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস, জরিমানা আদায়

ভারতে না ফিরে আফ্রিকা যাচ্ছেন জাকির নায়েক

নিউজবাংলা: ১২ জুলাই, মঙ্গলবার:

ঢাকা: বিতর্কিত ইসলামী চিন্তাবিদ, বক্তা ও লেখক জাকির নায়েকের সোমবার ভারতে ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি। ভারতে ফিরলে তোপের মুখে পড়তে পারেন এমন আশঙ্কায় সৌদিতে ওমরাহ শেষে তিনি আফ্রিকা যাচ্ছেন বলে জানা গেছে। খবর বিবিসির।

 

ইসলাম প্রচারের নামে জাকির নায়েক তরুণদের মগজধোলাই করছেন, আইএসে যোগ দিতে উৎসাহ জোগাচ্ছেন— এমন অভিযোগ ওঠার পর বাংলাদেশ ও ভারতে তার চ্যানেল ‘পিস টিভি’-র সম্প্রচার বন্ধ করা হয়। ইন্টারনেটেও যাতে তা দেখা না যায়, সেই ব্যবস্থাও নেয়া হচ্ছে।

ভারতে ফিরলেই তদন্ত শুরু হবে জাকিরের বিরুদ্ধে। আইএস-যোগের অভিযোগ ওঠায় গ্রেপ্তারের ভাবনাচিন্তাও শুরু হয়েছে। গোয়েন্দাদের সন্দেহ, সেই আঁচ পেয়েই সম্ভবত দেশে ফেরা এড়িয়ে গেলেন জাকির।

যদিও সৌদি আরব থেকে জাকির দাবি করেন, ‘ভারত সরকারের পক্ষ থেকে এখনও আমার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। তদন্তের স্বার্থে আমি গোয়েন্দাদের সব রকম সাহায্য করতে প্রস্তুত। তবে বিভিন্ন ক্ষেত্রে আমার বক্তব্যকে বিকৃত ভাবে ব্যবহার করা হয়েছে। পরিস্থিতি যা তাতে এখন সংবাদমাধ্যমই আমার বিচার চালাচ্ছে।’

মুম্বাই পুলিশ জানায়, ওমরাহ শেষে জাকির নায়েকের সোমবার সকাল ৮টায় মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। পিস টিভিতে জাকির নায়েকের বিভিন্ন বক্তৃতা নিয়ে যেসব প্রশ্ন ও জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগ উঠেছে ভারতে ফেরামাত্র তাকে সে সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছিল মুম্বাই পুলিশ।

এছাড়া জাকির নায়েকের প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনও ঘোষণা করেছিল মঙ্গলবার তিনি শহরে একটি সাংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে ওঠা সব প্রশ্নের জবাব দেবেন। কিন্তু শেষ মুহূর্তে জাকির নায়েক ভারতে ফেরা বাতিল করেন।কবে ভারতে ফিরবেন সে ব্যাপারেও কিছু জানানো হয়নি।

তবে দেশে না ফিরলেও মঙ্গলবারের নির্ধারিত সাংবাদ সম্মেলন সৌদি আরব থেকে স্কাইপে করবেন বলে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হলেও সেটিও শেষ পর্যন্ত বাতিল করা হয়।

 

 

নিউজবাংলা/একে

 

 

Share This:

Comments

comments

Previous: জঙ্গি অর্থায়নের অভিযোগে সিঙ্গাপুরে ৪ বাংলাদেশির সাজা
Next: যেসব সাধারণ খাবারে লুকিয়ে আছে ফ্যাট

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*