Breaking News

ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকীতে বিএনপির দুই দিনের কর্মসূচি

নিউজবাংলা- ১৫ নভেম্বর,রবিবার:

ঢাকা: মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে। রোববার দুপুরে বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।
দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৭ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৯টায় টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত এবং ১৮ নভেম্বর (বুধবার) বেলা ২টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তির মাধ্যমে মাওলানা ভাসাসী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক তরিকুল ইসলাম এবং সদস্য সচিব শামসুজ্জামান দুদু এক বিবৃতিতে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করার জন্য দলীয় নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: চারঘাটে পুলিশের সাড়াশি অভিযানে মাদক মামলার ৪জন আসামী আটক
Next: সন্ত্রাসী হামলার পর প্রধানমন্ত্রীর ফ্রান্স সফর বাতিল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*