নিউজবাংলা- ১৪ নভেম্বর,শনিবার:
নাহিদ হাসান, নীলফামারী প্রতিনিধি:
সারাদেশে ধারাবাহিকতায় নীলফামারীতে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সকল শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষে আজ শনিবার সকাল নয়টায় নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন নীলফামারী সদর আসনের সাংসদ সংষ্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এম.পি।
এ সময় নীলফামারীর সিভিল সার্জন ডা. আব্দুর রশীদ, পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.জে.এম এরশাদ আহসান, পরিবার পরিবার অধিদপ্তরের উপ- পরিচালক আফরোজা বেগম, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলার ৬টি উপজেলা ও চারটি পৌরসভায় এবার মোট ১৬৬৩টি কেন্দ্রের মাধ্যমে তিন লাখ ২৮ হাজার শিশুকে ভিটামিন ”এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এদের মধ্যে ছয় মাস হতে ১১ মাস বয়সী শিশু ২৮ হাজার এবং ১২ মাস হতে ৫৯ মাস পর্যন্ত শিশুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৫০ হাজার।
নিউজবাংলা/একে
Comments
comments