Breaking News

ভেন্ডিং মেশিন থেকে আস্ত গাড়ি বেরুবে !

নিউজবাংলা- ১৫ নভেম্বর,রবিবার:
ঢাকা: কোল্ড ড্রিঙ্ক কিংবা কয়েন নয়, ভেন্ডিং মেশিন থেকে এবার বেরিয়ে আসবে আস্ত গাড়ি। সেই প্রযুক্তিই নিয়ে এল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান কারভানা।

সোডা ভেন্ডিং মেশিনের স্টাইলেই এই গাড়ি ভেন্ডিং মেশিন তৈরি করেছে তারা। ঠিক যে পদ্ধতিতে মেশিন থেকে কোল্ড ড্রিংক বেরিয়ে আসে সেভাবেই বেরিয়ে আসবে গাড়ি।

গাড়ি কিনতে চাইলে গ্রাহকরা সেই গাড়ি অনলাইনে বুক করে একটি বিশেষ কয়েন নিয়ে চলে যান দোকানে। কয়েনটি মেশিনে ফেললেই আপনা থেকেই বেরিয়ে আসবে গাড়ি।

তবে যেমন তেমন কয়েন অবশ্যই নয়, বিশেষ ধরনের কয়েন দিতে হবে ওই মেশিনে। একটি কাঁচ ও ধাতু দিয়ে তৈরি বহুতলে থাকবে গাড়িগুলো। মোট ২০ টি গাড়ি রাখার ব্যবস্থা থাকবে সেখানে। এই মেশিনে তিনতলার উপর থাকা গাড়িটি থাকলেও কোনও অসুবিধা নেই।

দক্ষিণ আমেরিকার ন্যাশভিলে তৈরি হচ্ছে এই ভেন্ডিং মেশিন। সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত সেখান থেকে গাড়ি পাওয়া যাবে।
নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: বিদ্যুৎ বিল কম রাখার কিছু প্রয়োজনীয় কৌশল!
Next: সুখী সমৃদ্ধ ও দীর্ঘ দাম্পত্য সুখের করতে কি কি করবেন !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*