নিউজবাংলা: ১৬ জুলাই, শনিবার:
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে পৃথক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার সকালে বাস খাদে পড়ে এবং বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।
নিহতরা হলেন— বাসযাত্রী মানিকগঞ্জের শিবালয় উপজেলার উকিয়া গ্রামের আবদুল আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৫) এবং মোটরসাইকেল আরোহী একই উপজেলার কাতরাশিন গ্রামের আক্কাছ আলীর ছেলে আলমগীর হোসেন (২৫) ও ভবানীপুর গ্রামের আলাল উদ্দিনের ছেলে রাজিবুল হাসান (২৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল পৌনে ৮টার দিকে এনএনবি পরিববহনের বাস মূলজান এলাকায় গিয়ে খাদে পড়ে অর্ধেক পানিতে ডুবে যায়। এতে একজন নিহত ও অন্তত ১২ জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
অপর দুর্ঘটনাটি ঘটে সকাল ৯টার দিকে। ওই সময় উথলি এলাকায় মহাসড়কে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের বাসের সঙ্গে পাটুরিয়াগামী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ-দৌল্লা দুটি দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারী (হেলপার) পালিয়ে গেছে।
নিউজবাংলা/ একে
Comments
comments
সত্য অন্বেষণে অনির্বাণ