নিউজবাংলা- ১৬ নভেম্বর, সোমবার:
কাজী আনিছুর রহমান, রাণীনগর(নওগাঁ)সংবাদদাতা:
নওগাঁর রাণীনগর উপজেলার কাশিমপুর ইউপির মঙ্গলপাড়া গ্রামের আরিফ (২৪) নামের মালয়েশিয়া প্রবাসী এক যুবককে গলা কেটে হত্যার খবরে তার নিজ বাড়িতে এখন শুধুই শোকের মাতম। ওই বাড়িতে ভিড় জমাচ্ছে আত্মীয় স্বজন আর খবর পাওয়া এলাকার সাধারণ মানুষ।
ছেলে হারা শোকের বেদনায় আরিফের পিতা মাতা ভাই-বোন কেঁদে কেঁদে শোকে এখন পাথর প্রায়। তবুও শোকহত পরিবারের শেষ আশাটুকু সরকারি ব্যবস্থাপনায় ছেলের লাশ যেন বাংলাদেশে পৌছে।
জানা গেছে, উপজেলার মঙ্গলপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে আরিফ (২৪) পিতা-মাতার অভাবের সংসারে একটু স্বচ্ছলতা আনার জন্য বাবার কিছু জমি বিক্রয় ও নগদ টাকা ধার-দেনা করে প্রায় দুই বছর আগে ৪লক্ষ ৩০হাজার টাকার বিনিময়ে সে মালয়েশিয়ায় যায়। যাওয়ার পর থেকে ভিসার চুক্তিমত একটি ফার্নিসার কারখানায় রং মিস্ত্রির সহকারি হিসেবে কাজ করে। কাজের অভিজ্ঞতার আলোকে কারখানা কর্তৃপক্ষ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করে কয়েক মাস আগে ওই প্রতিষ্ঠানের সুপারভাইজারের দায়িত্ব দেয় আরিফকে। ইতিমধ্যে বেশকিছু টাকা পয়সা বাড়িতে পাঠালেও অসহায় গরীব পিতার ঋনের টাকা এখনও পরিশোধ করতে পারেনি। তবে পরিবারের ধারণা অল্প সময়ের মধ্যে আরিফ সুপারভাইজারের দায়িত্ব পাওয়ায় সে এরকম জঘন্য ঘটনার বলি হয়েছেন বলে পরিবারের লোকজন মনে করেন। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল মেজ। সংসারের কাজ-কাম করার তেমন অভ্যাস না থাকায় পিতার সাথে অনেকটা জেদ করেই টাকা-পয়সা জোগার করে মালয়েশিয়ায় যায়। সেখানে তার প্রতিবেশি চাচা আশাদুল ইসলাম (৪০) পার্শ্বে অন্য একটি কারখানায় কাজ করতেন এবং দুই জনই ভিন্ন ভিন্ন জায়গায় বসবাস করতেন। গত রবিবার ভোরে আশাদুল মালয়েশিয়া থেকে তার স্ত্রী রুবিয়াকে ফোন করে জানায় আরিফ যে বাসায় থাকতো রাতে কে বা কাহারা তাকে জবাই করে হত্যা করেছে। এই খবর ছড়িয়ে পড়লে মঙ্গলপাড়া গ্রামে শোকের ছাঁয়া নেমে আসে।
নিহত আরিফের পিতা আব্দুল হামিদ জানান, শনিবার রাত ৮টার দিকে আমার ছেলের সাথে কথা হয়েছে সে ভাল আছে। রবিবার সকালে জানতে পারি আমার ছেলেকে হত্যা করা হয়েছে। তবে তার দাবি একটু দেড়িতে হলেও যেন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ছেলের লাশ যেন বাড়িতে পৌছে।
স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম এমপি বলেন, আরিফ আমার এলাকার ছেলে, আমি ওই পরিবার থেকে জেনেছি সে মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় খুন হয়েছে। কি প্রক্রিয়ায় সে বিদেশে গিয়েছে পরিবারের কাছ থেকে তার কাগজপত্র পেলেই মালয়েশিয়া দূতাবাসের মাধ্যমে তার লাশ দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
এ ব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান জানান, লাশ আনতে নিহতের পরিবারকে আইনগত সব ধরনের সহযোগীতা দিবে পুলিশ। #
নিউজবাংলা/একে
Comments
comments