নিউজবাংলা: ১৩ নভেম্বর, শুক্রবার:
ঢাকা: বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে, মালয়েশিয়া যুবলীগ।
বুধবার রাজধানী কুয়ালালামপুরের জালান ইপোর মতিয়ারা কমপ্লেক্স অনুষ্ঠিত এ বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান আলহাজ্জ্ব মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, যুবকরাই পারে সমাজকে পাল্টে দিতে। মাত্র ৩৬ বছর বয়সে রাজনীতিতে এসে সেটা প্রমাণ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের কর্মক্ষমতা থাকে যুবক বয়সেই।
সে চাহিদা পূরণে ও দেশ গঠনে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান ওমর ফারুক চৌধুরী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আধুনিক বাংলার রূপকার উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতির চ্যাম্পিয়ন ঘুচিয়ে আমাদের প্রধানমন্ত্রী আজ একে একে ৩৭টি পুরস্কার অর্জন করেছেন। যার সবশেষ সংযোজন চ্যাম্পিয়ন অফ দ্যা আর্থ পুরস্কার।
সমালোচনা হবেই তারপরও দেশ গঠনে যুবকদের কাজ করতে হবে জানিয়ে যুবলীগ চেয়ারম্যান বলেন, সকল কাজেই সমালোচনা আছে থাকবে। যিনি কাজ করেন না তার কোন সমালোচনা নেই। সমালোচনায় দমে না গিয়ে কাজ চালিয়ে যেতে হবে। সমালোচনাকে ঘৃণা না করে শক্তি হিসেবে গ্রহণ করুন।
প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, অর্থনৈতিকভাবে বাংলাদেশকে শক্তিশালী করতে প্রবাসীরা সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। আর এই প্রবাসীরা শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থক নয় সমগ্র বাংলাদেশের বিভিন্ন দলের এবং মতের। আপনারা সকলে মিলেই দেশ গঠনে অবদান রাখছেন।
মালয়েশিয়া শাখা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মানসুর আল বাশার সোহেল ও সদস্য জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মাওলানা ক্বারী আক্তার হোসেন।
মালয়েশিয়া শাখা যুবলীগের আহ্বায়ক তাজকির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মামুন সরকার, যুগ্ম সম্পাদক মঞ্জুর আলম শাহিন, মালয়েশিয়া আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন মুকুল, কামারুজ্জামান কামাল, এ কামাল চৌধুরী, শাখাওয়াত হক জোসেফ, মোখলেছুর রহমান, সাইদুর রহমান সিরাজ যুবলীগ নেতা বিজন মজুমদার, মাসুদুল আলম রনি, রেজাউল হক লায়ন, আলামিন ডলার, আনিস আহমেদ, মনসুর আলী, সজিব মাহমুদ, সেচ্ছাসেবক লীগ সভাপতি বিএম বাবুল হাসান, শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক শাহআলম হাওলাদার, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক সেলিম সরদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জসীম চৌধুরী, হাজী জাকারিয়া, আব্দুল করিম, মনিরুজ্জামান মনির, জহুরবারু আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোনায়েম খান, তারিকুজ্জামান মিতুল ও মালয়েশিয়া যুবলীগের আহ্বায়ক কমিটির সকল নেতাকর্মী।
নিউজবাংলা/একে
Comments
comments