নিউজবাংলা: ১৬ মে, সোমবার:
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
চীনের বিশেষ প্রশাসনিক শহর হংকংয়ে আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। এতে বিশিষ্ট ব্যবসায়ী মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ লিটনকে সভাপতি ও ফজলুল হক কিরনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার রাতে হংকং এর দি প্যাসিফিকা বিল্ডিং এ ক্লাব হাউজে জাঁকজমকপূর্ণ পরিবেশে বার্ষিক সাধারণ সম্মেলনে এ কমিটি গঠন করা হয়। সম্মেলনে হংকং শাখা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
আবুল কালাম আজাদ লিটন হংকং শাখা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি।
আবুল কালাম আজাদ লিটন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি গ্রামের আবু সাঈদ ছাদু মিয়ার ছেলে। তার পিতা বহুরিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। লিটন দীর্ঘ দেড়যুগের বেশি সময় ধরে হংকং বসবাস করছেন।
এ ব্যাপারে আবুল কালাম আজাদ লিটনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ছাত্র জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। প্রবাসে দেশে যেখানেই থাকি বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করি এবং তা বাস্তবায়নে কাজ করার চেষ্টা করি। সভাপতি নির্বাচিত হওয়ার পর দায়িত্ব আরও বেড়ে গেল। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নে পথে এগিয়ে নিতে আরও সক্রিয় ভূমিকা থাকবে বলে বলেন তিনি উল্লেখ করেন।
নিউজবাংলা/ একে
Comments
comments