নিউজবাংলা: ১৩ নভেম্বর, শুক্রবার:
ঢাকা: ঠিকই পড়েছেন। একটি ঘোড়াকে হারিয়েই মেসিকে জিততে হচ্ছে স্পোর্টস ইলাস্ট্রেটেড এর ‘বর্ষসেরা ক্রীড়াবিদে’র পুরস্কার।
বুধবার স্পোর্টস ইলাস্ট্রেটেড তাদের পুরস্কারের জন্য ১২জন ক্রীড়াবিদের নাম প্রকাশ করেছে। ওই তালিকায় মেসি, জোকোভিচের পাশাপাশি আমেরিকান হর্স রেসিংয়ের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ঘোড়া আমেরিকান ফেরাউনের নামও আছে।
১৯৭২ সালে প্রথমবারের মতো এই পুরস্কারটি চালু হয়। সেবার একজন মহিলা ক্রীড়াবিদ পুরস্কারটি জেতেন। এর আগে উইসাইন বোল্টও এই পুরস্কারে ভূষিত হয়েছেন। এবারও তিনি পুরস্কার দৌড়ে আছেন।
এবারের তালিকায় ঘোড়া আমেরিকান ফেরাউন দর্শকদের ভোটে অনেকটাই এগিয়ে রয়েছে। ওয়াশিংটন পোস্ট ধারণা করছে ফেরাউনই এবার পুরস্কার জিতবে।
তালিকায় টেনিস থেকে জোকোভিচের পাশাপাশি সেরেনা উইলিয়ামসও আছেন।
নিউজবাংলা/একে
Comments
comments