Breaking News

রণবীর যে কারণে দীপিকাকে ছেড়ে গিয়েছিলেন

নিউজবাংলা- ১৫ নভেম্বর,রবিবার:

ঢাকা: দীপিকার সঙ্গ ভালো লাগতো, কিন্তু কোনও দিনই তেমন নিবিড় করে ভালবাসেননি।

রণবীরের প্রেমে পড়েছিলেন দীপিকাই! সেটা বুঝতে কিছুটা দেরি হয়ে যায় রণবীরের! তারপর, কী করবেন, বুঝে উঠতে পারছিলেন না। এ ভাবেই একটু একটু করে সময় যায়, আর মানসিক ভাবে রণবীরের প্রতি নির্ভরশীল হয়ে পড়েন দীপিকা! সেটা যখন প্রকাশ্যে আসে, তখনই আর এই অবাঞ্ছিত ভালবাসার বোঝা বইতে মন সায় দেয় না নায়কের!

অথচ, সে কথা তিনি খুলে বলতেও পারছিলেন না দীপিকাকে! যখন বললেন, তখন কী করলেন দীপিকা? স্বাভাবিক ভাবেই কান্নায় ভেঙে পড়েন তিনি! আর, বার বার চেষ্টা করতে থাকেন কাছের মানুষটিকে বাহুডোরে বেঁধে ফেলার! কিন্তু, তত দিনে দেরি হয়ে গিয়েছে! দীপিকার প্রকাশ্য ভালবাসা কেবল বিব্রতই করেছে রণবীরকে! দীপিকাকে তাই এক পানশালায় একা ফেলে রেখে চলে যান রণবীর! কান্না, মন খারাপ আর স্মৃতির ভার নিয়ে পড়ে থাকেন একা দীপিকা!

তারপর কী ঘটলো, সেটি জানা যাবে ইমতিয়াজ আলির নতুন ছবি ‘তামাশা’থেকে। এ ভাবেই ছবিতে দীপিকা পাড়ুকোন আর রণবীর কাপুরের ভালবাসাকে সাজিয়ে তুলেছেন পরিচালক ইমতিয়াজ!

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: স্বামীর ছোড়া অ্যাসিডে দগ্ধ গৃহবধূর মাজেদা বেগমের মৃত্যু
Next: পরীমনি হঠাৎ ময়মনসিংহে যাত্রার মঞ্চে !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*