Breaking News
  • সাকা-মুজাহিদের আপিল বিভাগের ফাঁসির রায়ই বহাল,
  • নাটোরে আন্তঃবিভাগ ফুটবল টুনামেন্টের সেমিফাইনালে উঠল অর্থনীতি ও ইসলামে ইতিহাস বিভাগ
  • বিশ্বনাথে কলেজ ছাত্রের উপর হামলা ও বিষ পান করিয়ে হত্যার চেষ্টার ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ
  • বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী আ’লীগ নেতাকে সংবর্ধনা
  • রাজাপুরে তিন গাঁজা সেবিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

রাজশাহীর চারঘাটে গাজার বাগানের সন্ধান! অভিযানে বাগান মালিকসহ আটক ২

নিউজবাংলা- ১৬ নভেম্বর,সোমবার:

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর চারঘাটে ২০ টি বিশাল গাজার গাছসহ ২ জনকে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার জোতকার্ত্তিক গ্রামের তমিজ উদ্দিনের ছেলে বাগান মালিক নবির উদ্দিন(৪৫) ও তার সহযোগী হাবিবপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে ইয়াছিন আলী(৬০)। গতকাল সোমবার ভোর সাড়ে ৬ টার দিকে হাবিবপুর এলাকায় অভিযান চালিয়ে গাজার গাছ সহ তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মডেল থানার ওসি নিবারন চন্দ্র বর্মন।
জানাযায়, আটককৃত নবির উদ্দিন তার ভাইয়ের নিকট থেকে জমি লিজ নিয়ে হাবিবপুর এলাকায় গাজার বাগান তৈরী করে। দীর্ঘ দিন ধরে সেখানে বাগান তৈরী করে গাজা বাজারে বিক্রি করে আসছিল নবির উদ্দিন। এভাবে দীর্ঘ দিন ধরেই সেখানে গাজার বাগান তৈরী ও বিক্রি করে আসছিল নবির। এমন গোপন সংবাদ পেয়ে ওসি নিবারন চন্দ্র বর্মনের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) উৎপল ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রহিমকে সাথে নিয়ে হাবিবপুর এলাকায় চলে সাড়াশি অভিযান। সেখানে পাওয়া যায় বিশাল একটি গাজার বাগান। পরে বাগান থেকে ২০ টি গাজার গাছ উদ্ধার এবং সাথে বাগান মারিখ নবির ও তার সহযোগী ইয়াছিন আলীকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ নিবারন চন্দ্র বর্মন জানান, নবির অধিক মুনাফা লোভি একজন মাদক বিক্রেতা। সে জমি লিজ নিয়ে গাজার বাগান তৈরী করে তা বাজারজাত করে আসছিল। ২০ টি গাজার গাছসহ নবির ও সহযোগী ইয়াছিন আলীকে আসামী করে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। সোমবার দুপুরের দিকে তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: নগরকান্দায় ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক
Next: বালিয়াডাঙ্গীতে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সভা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*